প্রচ্ছদ / ক্রয়-বিক্রয় / অগ্রিম কম মূল্যে ইট ক্রয় করে কয়েক মাস পর সেই ইট বুঝে নেবার চুক্তি করার হুকুম কী?

অগ্রিম কম মূল্যে ইট ক্রয় করে কয়েক মাস পর সেই ইট বুঝে নেবার চুক্তি করার হুকুম কী?

প্রশ্ন

কোন এক এলাকার নিয়ম অনুযায়ী ইট ভাটার মালিককে প্রতি এক হাজার ইটের দাম ৫৫০০.০০/- বর্তমানে অগ্রীম প্রদান করলে শীতের সময় যখন নতুন ইট আসে তখন ইটের দাম (যেমন- ৪০০০.০০, ৭৫০০.০০, ৮০০০.০০/-) যাই হোক না কেন ইট ভাটার মালিক টাকা অগ্রীম প্রদানকারীকে প্রতি এক হাজার ইটের দাম ৫৫০০.০০/- হারে ইট প্রদান করে। এখন প্রশ্ন হল- এভাবে লেনদেন করাটা কি হারাম?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ,  এ পদ্ধতিতে ক্রয় বিক্রয় জায়েজ আছে।

الِاسْتِصْنَاعُ هُوَ أَنْ يَجِيءَ إنْسَانٌ إلَى صَانِعٍ فَيَقُولَ اصْنَعْ لِي شَيْئًا صُورَتُهُ كَذَا وَقَدْرُهُ كَذَا بِكَذَا دِرْهَمًا وَيُسْلِمُ إلَيْهِ جَمِيعَ الدَّرَاهِمِ أَوْ بَعْضَهَا أَوْ لَا يُسْلِمُ، وَهُوَ لَا يَخْلُو إمَّا أَنْ يَكُونَ فِيمَا فِيهِ تَعَامُلٌ، الخ  يَجُوزُ اسْتِحْسَانًا الخ وَجْهُ الِاسْتِحْسَانِ الْإِجْمَاعُ الثَّابِتُ بِالتَّعَامُلِ، فَإِنَّ النَّاسَ فِي سَائِرِ الْأَعْصَارِ تَعَارَفُوا الِاسْتِصْنَاعَ فِيمَا فِيهِ تَعَامُلٌ مِنْ غَيْرِ نَكِيرٍ، وَالْقِيَاسُ يُتْرَكُ بِمِثْلِهِ )العناية شرح الهداية، كتاب البيوع، باب السلم، السلم فى الجواهر-7/108)

واما الاستصناع فلإجماع الثابت بالتعامل من لدن النبى صلى الله عليه وسلم إلى يومنا هذا، وهو من أقوى الحجج (تبيين الحقائق-4/536

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস