প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / “মাশাআল্লাহ” ও “সুবহানাল্লাহ” শব্দ যুক্ত করে তালাক দিলে তালাক পতিত হবে কি?

“মাশাআল্লাহ” ও “সুবহানাল্লাহ” শব্দ যুক্ত করে তালাক দিলে তালাক পতিত হবে কি?

প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব,  আস্সালামু আলাইকূম।

প্রশ্ন :

আমার স্ত্রীর সঙ্গে কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। তখন আমি রাগের মাথায় বলিয়াছি,তোরে তালাক দিয়েছি  “সুবহান আল্লাহ ” যা এখন থেকে,  তোরে তালাক দিয়েছি , “মাআশাল্লাহ” যা এখন থেকে, তোরে তালাক দিয়েছি , “মাআশাল্লাহ”।

অনুরূপ ভাবে তিন বার বলিয়াছি।

এখন  আমার স্ত্রীর উপরে কয়টি তালাক পতিত হবে । মুফতি সাহেব হজুর আমি কোরিয়া প্রবাসী। এখানে কোন ফতোয়া বোর্ড  নেই। অনুগ্রহ করে আপনাদের প্রশ্ন /উত্তর বিভাগের মধ্যে জানানো হলে উপকৃত হতাম। তাহলে উভয় পক্ষের মধ্যে বিষয় টি স্পষ্ট সমাধান করা সম্ভব হবে বলে আশা করছি। ইনশাআল্লাহ ।

প্রশ্নকর্তা হাবিবুল্লাহ কোরিয়া প্রবাসী।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

তালাক দিয়েছি বলার সাথে সাথে যদি “সুবহানাল্লাহ” ও “মাশাআল্লাহ” বলা হয়ে থাকে, তাহলে কোন তালাক পতিত হয়নি।

আর যদি কিছুক্ষণ পর বলা হয়ে থাকে, তাহলে তিন তালাক পতিত হয়ে গেছে।

وَلَوْ قَالَ: أَنْتِ طَالِقٌ مَا شَاءَ اللَّهُ كَانَ وَكَذَا لَوْ قَالَ: أَنْتِ طَالِقٌ إلَّا مَا شَاءَ اللَّهُ لَا يَقَعُ شَيْءٌ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ. (الفتاوى الهندية، كتاب الطلاق، الْفَصْلُ الرَّابِعُ فِي الِاسْتِثْنَاءِ فِي الطَّلَاق-1/454)

ومن الاستثناء: أنت طالق لولا أبوك، أو لولا حسنك، أو لولا أني أحبك لم يقع خانية، ومنه: سبحان الله ذكره ابن الهمام في فتواه (الدر المختار مع رد المحتار، كتاب الطلاق، باب التعليق-4/630

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …