প্রশ্ন
যদি কেহ কাউকে অগ্রীম যাকাত দেয় তবে তার হুকুম কি? অর্থাৎ ধরি আমান সাহেব প্রতি বছর রমজান মাসের ১৫ তারিখ যাকাত হিসেব কষে। এ বছর তার যাকাত দিতে হবে ৫৫৫০/-। কিন্তু সে যদি ১ লা রমজান কাউকে অগ্রীম আংশিকভাবে ২০০০/- যাকাত দেয়। তবে তাকে এখন কত টাকা যাকাত দিতে হবে (৫৫৫০/- নাকি ৩৫৫০/-) ?
আপনাদের মূল্যবান উত্তরের অপেক্ষায় রইলাম
মা’আসসালাম
মুহাম্মদ মিজান ফরাজী
উত্তর
بسم الله الرحمن الرحيم
হিসেব করার পর যত টাকা বাকি আছে তত টাকা যাকাত হিসেবে পরিশোধ করলেই যাকাত আদায় হয়ে যাবে। যেমন প্রশ্নোক্ত সূরতে ৩৫৫০/- [তিন হাজার পাঁচশত পঞ্চাশ টাকা] যাকাত হিসেবে প্রদান করলে তার যাকাত আদায় হয়ে যাবে।
عَنْ عَلِيٍّ: أَنَّ الْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، ” سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ، فَرَخَّصَ لَهُ فِي ذَلِك
হযরত আলী রাঃ থেকে বর্ণিত। হযরত আব্বাস রাঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছর শেষ হবার আগেই অগ্রিম যাকাত/সদকা করার ব্যাপারে জিজ্ঞাসা করলে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি প্রদান করেন। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৮২২, সুনানে তিরমিজী-১/১৪৬, হাদীস নং-৬৭৮, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৭৯৫, সুনানে আবু দাউদ, হাদীস নং-১৬২৪]
ولو عجل ذو نصاب زكاته لسنين صح لوجود السبب (الدر المختار
أى سبب الوجوب وهو ملك النصاب النامى فيجوز التعجيل لسنة وأكثر (رد المحتار، كتاب الزكاة، باب زكاة الغنم، مطلب استحلاط المعصية القطعية كفر-3/220)
ويجوز تعجيل الزكاة قبل الحول إذا ملك نصابا عندنا (تاترخانية، كتاب الزكاة، الفصل السادس فى تعجيل الزكاة-3/184، رقم-4064)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com