প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / অন্ধ ব্যক্তির ইমামতী কী মাকরূহ?

অন্ধ ব্যক্তির ইমামতী কী মাকরূহ?

প্রশ্ন

শ্রদ্ধেয় মুফতী সাহেব। আমার প্রশ্ন হল, অন্ধ ব্যক্তির ইমামতী করা কী মাকরূহ? আমি শুনেছি ফাতওয়ার কিতাবে নাকি আছে যে, অন্ধ ব্যক্তির ইমামতী মাকরূহ। এ বিষয়ে আপনার কী মতামত?

উত্তর

بسم الله الرحمن الرحيم

অন্ধ দুই প্রকার। যথা-

১-নাপাক থেকে সতর্ক অন্ধ। তথা পাক ও নাপাক সম্পর্কে ওয়াকিফহাল হবার সাথে সাথে তা থেকে পূর্ণ মুক্ত থাকতে সচেষ্ট।

২-নাপাক বিষয়ে অসতর্ক অন্ধ।

ফুক্বাহায়ে কেরামগণ ফাতওয়ার কিতাবে যেসব,অন্ধের ইমামতীকে মাকরূহে তানযীহী বলেছেন, তারা দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভূক্ত। অর্থাৎ নাপাক বিষয়ে অসতর্ক অন্ধের ইমামতী মাকরূহ।

কিন্তু যে অন্ধ নাপাক সম্পর্কে সতর্ক,তথা নাপাক থেকে সর্বদা বেঁচে থাকতে সচেষ্ট এমন অন্ধের ইমামতীতে কোন কারাহাত নেই। কারাহাত ছাড়াই জায়েজ। [ফাতাওয়া কাসিমীয়া-৬/৬৫২-৬৫৩]

عن انس رضى الله عنه أن النبى صلى الله عليه وسلم استخلف ابن أم مكتوم يؤم الناس وهو أعمى، (سنن ابى داؤد، كتاب الصلاة، باب إمامة الأعمى-1/88، رقم-595)

عن محمود بن الربيع الأنصارى، ان عتبان بن مالك، كان يؤم قومه، وهو اعمى (صحيح البخارى-1/92، رقم-658)

ويكره تنزيها إمامة عبد وأعمى، قيد كراهة إمامة الأعمى فى المحيط وغيره، بأن لا يكون أفضل القوم فإن كان أفضلهم فهو اولى (رد المحتار-2/298)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …