প্রশ্ন
শ্রদ্ধেয় মুফতী সাহেব, আমার প্রশ্ন হল, আমার একটি মোবাইলের দোকান আছে। ছোট দোকান। এতে আমি ফ্ল্যাক্সিলোড, মেমোরি বিক্রয় ইত্যাদি কাজ আঞ্জাম দেই।
লোকজন এসে মেমোরীতে বিভিন্ন গান ও সিনেমা লোড করতে চায়। এর খুব চাহিদা। অনেকে ইসলামী সংগীত, ওয়াজ ও কুরআন তিলাওয়াতও ভরে নেয়। কিন্তু অধিকাংশই আসে সিনেমা, নাটক, অশ্লীল ছবি লোড করার জন্য।
আমার প্রশ্ন হল, এভাবে মেমোরী লোড করার ব্যবসা করার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
হারাম কাজ করা যেমন হারাম। অন্যকে পথ দেখানোও হারাম। হারাম কাজে সহযোগিতা করাও হারাম।
সুতরাং মেমোরীতে ইসলামী জায়েজ সংগীত, ওয়াজ ও কুরআন তিলাওয়াত লোড করে দেয়া জায়েজ হবে। কিন্তু হারাম, গান, সিনেমা, নাটক ইত্যাদি লোড করা সম্পূর্ণরূপে হারাম। এ থেকে উপার্জিত অর্থও হারাম হবে।
তাই এহেন কাজ থেকে বিরত থাকা একান্ত কর্তব্য।
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَعُمِلَ بِهَا بَعْدَهُ، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا، وَلَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، فَعُمِلَ بِهَا بَعْدَهُ، كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا، وَلَا يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ
যে ব্যক্তি ইসলামে কোন ভাল রীতির প্রচলন করবে এবং পরবর্তীকালে সে অনুযায়ী আমল করা হয় তাহলে আমলকারীর সাওয়াবের সমপরিমাণ সাওয়াব তার জন্য লিপিবদ্ধ করা হবে। এতে তাদের সাওয়াবের কোন রূপ ঘাটতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন কুরীতির (মন্দ কাজের) প্রচলন করবে এবং তারপরে সে অনুযায়ী আমল করা হয় তাহলে ঐ আমলকারীর মন্দ ফলের সমপরিমাণ গুনাহ তার জন্য লিপিবদ্ধ করা হবে। এতে তাদের গুনাহ কিছুমাত্র হ্রাস হবে না।[সহীহ মুসলি, হাদীস নং-৬৭৪১, ইফা, হাদীস নং-৬৫৫৬]
وَمَا كَانَ الْغَالِبُ عَلَيْهِ الْحَرَامُ وَلَمْ يَجُزْ بَيْعُهُ وَلَا هِبَتُهُ (الفتاوى الهندية، كتاب البيوع، الْبَابُ التَّاسِعُ فِيمَا يَجُوزُ بَيْعُهُ وَمَا لَا يَجُوزُ وَفِيهِ عَشَرَةُ فُصُولٍ، الْفَصْلُ الْخَامِسُ فِي بَيْعِ الْمُحْرِمِ الصَّيْدَ وَفِي بَيْعِ الْمُحَرَّمَاتِ،-3/116
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]