প্রশ্ন
মাননীয় মুফতী সাহেব!
পরিচালক : তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
বিষয় : মসজিদের জন্য ওয়াকফকৃত ভুমির উপর মাদ্রাসা বিল্ডিং নির্মাণ করে তা ব্যবহার প্রসংগে।
প্রশ্ন : আমাদের এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু ভুমি ক্রয় করে তাতে বিল্ডিং নির্মাণের পর জানা গেলো যে উক্ত ভুমি পূর্ব থেকেই বিক্রেতাপক্ষের পিতা কর্তৃক ঈদগাহ ও জুমআ’মসজিদের উন্নয়নের জন্য ওয়াকফ কৃত। এমতাবস্থায় উল্লেখিত ভূমিতে নির্মিত মাদরাসার শরয়ী হুকুম কি?
উল্লেখিত ভূমির বর্তমান বাজারদর / মূল্য পরিশোধ করত: অথবা বিনিময়ে সমমানের ভূমি মসজিদ ও ঈদগাহের জন্য ওয়াকফ করে দিয়ে দিলে দায় মুক্ত হওয়া যাবে কি ?
উল্লেখ্য যে এ পর্যন্ত মাদরাসার বিল্ডিং নির্মাণে উল্লেখিত ভূমির বাজার মূল্যের কয়েক গুণ বেশি টাকা ব্যয় হয়ে গেছে।
উপরোক্ত বিষয়ে শরয়ী সমাধান দিয়ে সহযোগিতা করতে আপনার একান্ত সুমর্জি কামনা করছি।
বিনিত: লুৎফুর রহমান যাকারিয়া
সভাপতি: জামেয়া সুফিয়া ইসলামিয়া জগন্নাথপুর,কমলগঞ্জ, মৌলভী বাজার।
উত্তর
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত ভূমির সমমানের ও সম জায়গা পরিমাণ বা এর চেয়ে বেশি পরিমাণ আরেকটি স্থান ক্রয় করে তা মসজিদ ও ঈদগাহের জন্য ওয়াকফ করে দিলে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন।
مبادلة الوقف بدار آخر إنما يجوز إذا كانتا فى محلة واحدة أو محلة أخرى خيرا وبالعكس (رد المحتار، كتاب الوقف، مطلب فى شروط الاستبدال-6/486، مجمع الأنهر، بيروت-2/576، مصرى-1/736، البحر الرائق-5/373)
مبادلة دار الوقف بدار أخرى إنما تجوز إذا كانت فى محلة واحدة وتكون المحلة المملوكة خيرا من المحلة الموقوفة (الفتاوى الهندية، كتاب الوقف، الباب الرارع فيما يتعلق بالشرط فى الوقف-2/400، البناية، اشرفية-7/460
এছাড়া আরেকটি পদ্ধতি সবচে’ নিরাপদ। তা হল, প্রতি মাসে কিছু টাকা মসজিদ কর্তৃপক্ষকে উক্ত স্থানের ভাড়া বাবদ মাদরাসা কর্তৃপক্ষ পরিশোধ করবে। স্থানটি থাকবে মসজিদের নামেই। মসজিদের জায়গাটি মাদরাসা ভাড়া বাবদ ভোগ করবে। জমি ক্রয়ের টাকা বিক্রেতার কাছ থেকে মাদরাসা কর্তৃপক্ষ ফেরত নিয়ে নিবে।
ভাড়া মসজিদ ও মাদরাসা কমিটি মিলে নির্ধারণ করে নিবে।
ولو كانت الأرض متصلة ببيوت المصر يرغب الناس فى استيجار بيوتها، وتكون غلة ذلك فوق غلة الزرع والنخيل كان للقيم أن يبنى فيها بيوتا فيواجرها (الفتاوى الهندية، كتاب الوقف، الباب الخامس من كتاب الوقف-2/414، قاضي خان على هامش الهندية، باب الرجل يجعل داره مسجدا-3/300، فتح القدير، كتاب الوقف، الفصل الأول-6/241، دار الفكر بيروت
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]