তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকার বয়স্ক শিক্ষা বিভাগ “তালীমুল ইসলাম নৈশ মাদরাসা” তৃতীয় বর্ষে পদার্পণ করছে আলহামদুলিল্লাহ।
জেনারেল শিক্ষতদের আলেম হবার অনবদ্য শর্টকোর্স “তালীমুল ইসলাম নৈশ মাদরাসা”।
আল্লাহর রহমাতে অত্যান্ত সুনামের সাথে তৃতীয় বর্ষে উপনীত হতে যাচ্ছে বিভাগটি।
এ বছর কওমী মাদরাসা শিক্ষা সিলেবাস অনুপাতে “জালালাইন” জামাত পর্যন্ত ভর্তি চলছে।
আগামী ২২ই জুলাই ২০১৭ ঈসাব্দ, রোজ শনিবার বাদ মাগরিব উদ্ভোধনী দরসের মাধ্যমে সূচনা হবে নতুন বর্ষের।
সকলের কাছে দুআর আবেদন।
আল্লাহ তাআলা সকল ছাত্রদের কবুল করেন। কবুল করুন প্রতিষ্ঠানের সকল শুভানুধ্যায়ী ও সহযোগী এবং উস্তাদবৃন্দকে। নাজাতের উসীলা হিসেবে মাকবুল হোক রবের কাছে প্রার্থনা এটাই।
যারা এখনো ভর্তি হতে চান, তারা যোগাযোগ করতে পারেনঃ
বৈশিষ্ট্যাবলী
# চার বছরে দাওরায়ে হাদীস ক্লাসে ভর্তি হবার যোগ্যতা অর্জন।
# বিজ্ঞ আলেমগণের দ্বারা পরিচালিত।
# ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়ার প্রচেষ্টা।
# সপ্তাহের শনি, রবি ও সোম ১ম ব্যাচ ও মঙ্গল, বুধ ও বুহস্পতি ২য় ব্যাচের ক্লাস গ্রহণ।
# এক ব্যাচে ভর্তি হয়ে উভয় ব্যাচেই ক্লাশ করার সুযোগ।
# বাদ মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস।
# শুদ্ধরূপে কুরআন শিখার সুব্যবস্থা।
# আলাদা বাসায় নিরিবিলি পরিবেশে পাঠদান
ভর্তির শর্ত ও নিয়মাবলী
# কমপক্ষে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
# প্রতিটি ক্লাসে গুরুত্বের সাথে অংশগ্রহণের সদিচ্ছা থাকতে হবে।
# মাদরাসা কার্যালয় থেকে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্য সমাধা করতে হবে।
# নির্দিষ্ট তারিখের মাঝে নির্ধারিত মাসিক প্রদেয় জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত আরো জানতে হলে পড়ুন- নৈশ মাদরাসা [জেনারেল শিক্ষিতদের জন্য আলেম কোর্স]
পরিচালক
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
“তালীমুল ইসলাম” ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার
১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড ঢাকা-১২১৯।
(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ছষ্ঠ তলা)
ভর্তি সংক্রান্ত তথ্য জানতে
মুফতী আজীজুর রহমান হাসান ফরায়েজী– ০১৯৫৫৩২৭১০৪
মুফতী আহসানুল ইসলাম -০১৯৯১৯৯৯৪৭৯
পরিচালকঃ 01723785925, 01966638356