প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হজরত, আশা করি আল্লাহ তা’আলার মেহেরবানীতে ভালো এবং সুস্থ আছেন।
হজরত,এক ব্যক্তির জন্ম তারিখ ২৮ জুন ১৯৮৮,কিন্তু তার সার্টিফিকেটে আছে ২৮ জুন ১৯৯০। তার বড় বোনের জন্মতারিখ হলো ১৩ ডিসেম্বর ১৯৮৪,কিন্তু সার্টিফিকেটে আছে ১৩ ডিসেম্বর ১৯৮৭। এখন সেই ব্যক্তি তার সার্টিফিকেটের বয়স সংশোধন করে প্রকৃত বয়স দিতে চায়। কিন্তু তাহলে তার প্রকৃত বয়স আর তার বড় বোনের সার্টিফিকেটের বয়সের ব্যবধান মাত্র ছয় মাসের মতো হয়। এতে তার বোনের বয়স জালিয়াতি স্পষ্ট হয়ে যাবে। তার বড় বোন উনার বয়স সংশোধন করতে চাচ্ছেন না, কারণ তিনি সব জায়গায় তার সার্টিফিকেটের বয়স চালিয়ে এসেছেন,এখন সব জায়গায় বয়স সংশোধন করতে গেলে জটিলতা হবে এই আশঙ্কা করছেন। উনি তার সার্টিফিকেটের কম বয়সের ফায়দাও তুলতে চান না।
এই পরিস্থিতিতে ওই ব্যক্তির জন্মতারিখ সংশোধন করা কি ঠিক হবে তার বোনকে বিপদের মুখে ফেলে?
মেহেরবানী করে করণীয় জানিয়ে বাধিত করবেন।
দুআর মুহতাজ,
[নাম গোপন রাখা হল, কর্তৃপক্ষ]উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاذه
بسم الله الرحمن الرحيم
বয়স সংশোধন করা নিয়ে আপনি যে বিপদের কথা বলছেন, তা স্বাভাবিকভাবে কাল্পনিকই মনে হচ্ছে। কারণ, বর্তমানে ভাইয়ের বয়স নিয়ে চাকুরী/বিয়ে বা অন্যান্য ক্ষেত্রে ব্যক্তির বড় বোন বা ছোট ভাইয়ের বয়স নিয়ে মাথা ঘামানো হয় না। প্রত্যেকেই তার নিজস্ব বয়স ও যোগ্যতার উপর নির্ভরশীল
তাই আপনার নিজের বয়সের সঠিক তারিখ নির্ণয় নিয়ে বোনের বয়সের সঠিক দিন সংশোধন করা বিষয়ে ভয় বা শংকা করাটি অহেতুক বলেই মনেই হচ্ছে।
তাই বয়স কমিয়ে ধোঁকা দেয়া থেকে নিজেকে মুক্ত করতে সঠিক বয়সই ব্যবহার করুন।
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، كتاب الايمان، باب قَوْلِ النَّبِىِّ – صلى الله تعالى عليه وسلم – « مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، رقم الحديث-294)
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে আমার উম্মতের উপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভূক্ত নয়,আর যে আমাদের সাথে ধোঁকাবাজী করে,সেও আমার উম্মতভূক্ত নয়। {সহীহ মুসলিম, হাদীস নং-২৯৪, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৫৫৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সুনানে দারেমী, হাদীস নং-২৫৪১, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫৮৩৩, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৭৯৭, মুসনাদে ইবনে আবী শাইবা, হাদীস নং-৭২১}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]