প্রচ্ছদ / প্রশ্নোত্তর / সেহরী খাবার সময় না পেলে রোযা রাখা যাবে না?

সেহরী খাবার সময় না পেলে রোযা রাখা যাবে না?

প্রশ্ন

From: মোহাম্মদ সোহেল রানা
বিষয়ঃ রোযা

প্রশ্নঃ
প্রশ্নঃ আজকে ভোরে ঘুম থেকে উঠে দেখি ০৪:৪১ মিনিট বাজে, তাই আমি সাথে সাথে রোজার নিয়ত করেছি। কিছু পানাহার করিনি,কারন সেহরির সময় ছিলনা।
তো এখন আমার প্রশ্ন হল আমার রোজা হবে কি হবে না?

দয়াকরে জানাবেন খুব তারাতারি, অপেক্ষায় রইলাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

সেহরী না খেলেও রোযা হয়। সেহরী খাওয়া কেবলি সুন্নত। সেহরী খাওয়া না খাওয়ার সাথে রোযা রাখা নির্ভরশীল নয়। তাই পানাহার করতে না পারলেও রোযা রাখতে হবে।

تسحروا فإن في السحور بركة

‘তোমরা সাহরী খাও। কেননা, সাহরীতে বরকত রয়েছে।’-সহীহ মুসলিম ১/৩৫০ অন্য হাদীসে বলা হয়েছে, ‘সাহরী খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহরী কর। কারণ যারা সাহরী খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআ করেন।’ -মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ৯০১০; সহীহ ইবনে হিব্বান ৩৪৭৬।

সুতরাং সেহরী না খাবার অজুহাতে রোযা ত্যাগ করা যাবে না। করলে গোনাহগার হবে।

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ [٢:١٨٥

কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোযা রাখবে। [সূরা বাকারা-১৮৫]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *