প্রচ্ছদ / কিতাব/বই ও লেখক পরিচিতি / প্রয়োজনীয় কিতাব বা সমমূল্য পাঠিয়ে সদকায়ে জারিয়ার অংশিদার হোন!

প্রয়োজনীয় কিতাব বা সমমূল্য পাঠিয়ে সদকায়ে জারিয়ার অংশিদার হোন!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা!

আপনাদের দুআর বরকতে আল্লাহ তাআলার অপার কৃপায় “তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ও আহলে হক মিডিয়া ৪র্থ বর্ষে উন্নীত হতে চলেছে।

বিগত তিন বছরে বিভিন্ন বিষয়ের উপর দেড় হাজারের উপর প্রশ্নোত্তর ও প্রায় সোয়া দুইশত প্রবন্ধ নিবন্ধ এবং প্রায় ৩০০ টি ভিডিও আপলোড করা হয়েছে।

পারিবারিক মাসায়েল থেকে নিয়ে রাষ্ট্রীয়, সামাজিক, ইতিহাস, হাদীসের তাহকীক, দাওয়াত ও তাবলীগ, তাসাওউফ, জারাহ তাদীল ও বিভিন্ন ভ্রান্ত ফিরকার মতবাদসহ দৈনন্দিন  জীবনে প্রায় সব দিকের উপরই মাসায়েল বিষয়ে কিছু লেখা এসেছে।

যা তৈরী করতে আমাদের প্রয়োজন পড়েছে বিশাল কিতাবের ভান্ডারের। যা আমাদের কাছে নেই বললেই চলে। এছাড়া বিভিন্ন  ভ্রান্ত ফিরক্বা বিষয়ক বাহাস মুবাহাসায় অংশ গ্রহণ করতে প্রয়োজন প্রচুর পরিমাণ তথ্য সমৃদ্ধ কিতাবাদী।

বর্তমানেও প্রায় আড়াই হাজার প্রশ্ন জমা আছে বিভিন্ন বিষয়ে। যার জবাব লিখতে আমাদের প্রয়োজন নানামুখী কিতাবের সমাহার। যা আমাদের কাছে অপ্রতুল।

তাই এ রিসার্চ সেন্টারের কুতুবখানাকে সমৃদ্ধ করতে প্রয়োজন বিপুল পরিমাণ কিতাব।

নিচে কতিপয় প্রাথমিক জরুরী কিতাবের লিষ্ট উদ্ধৃত করা হল।

আলজারহু ওয়াত তাদীল, মূল্য ৫,৫০০/=, ৯,০০০/=

সিয়ারু আলামিন নুবালা, মূল্য ৬,০০০/=

আলবিদায়া ওয়ান নিহায়া, মূল্য ২,৪০০/=

মুসনাদে আহমাদ, মূল্য ৬,৫০০/=, ৪৫,০০০/=

তুহফাতুল আহওয়াজী, মূল্য ২,৬০০/=

আউনুল বারী, মূল্য ৩,৫০০/=

আউনুল মাবুদ, মূল্য ২,৬০০/=

বাযলুল মাযহুদ, মূল্য ১০,৫০০/=

শরহুল মুহাজ্জাব, মূল্য ৭,৫০০/=

১০

ইরাবুল কুরআন, মূল্য ৫,৫০০/=

১১

আসসুনানুল কুবরা, মূল্য ৭,০০০/=

১২

কানযুল উম্মাল ফী সুনানিল আকওয়াল ওয়াল আফআল।

১৩

মুসনাদুল বাজ্জার

১৪

মুসনাদে ইবনুল জাদ।

১৫

খুলাসাতুল ফাতওয়া

১৬

খাইরুল ফাতাওয়া।

১৭

ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া।

১৮

ফাতাওয়া বাইয়্যিনাত।

১৯

আওযাজুল মাসালিক।

২০

মাযমূআ ফাতাওয়া ইবনে তাইমিয়া।

২১

মাযমূআ ফাতাওয়া ইবনে উসাইমিন।

২২

মাযমূআ ফাতাওয়া বিন বায।

২৩

তাহযীবুল কামাল।

২৪

তাফসীরে কাবীর।

২৫

তাফসীরে তাবারী।

২৬

তাফসীরে রূহুল মাআনী।

২৭

তাফসীরে রূহুল বয়ান।

২৮

আদদুররুল মানসূর।

২৯

আননাহরুল ফায়েক।

৩০

ফাতাওয়া তাতারখানিয়া।

৩১

আলমুহিতুল বুরহানী।

৩২

যাদুল মাআদ।

৩৩

আলমুহাল্লা

৩৪

আলফিক্বহ আলামাযাহিবিল আরবাআ।

৩৫

আলফিক্বহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু।

৩৬

মুতালাআয়ে বেরেলবিয়্যাত।

৩৭

ফাতহুল মুলহিম ও তাকমিলা।

৩৮

দারসে তিরমিজী।

৩৯

আলমুদাওয়ানাতুল কুবরা।

৪০

কিতাবুল উম্ম।

৪১

নাসবুর রায়াহ।

৪২

তারীখে দামেশক।

৪৩

তারীখে বাগদাদ।

৪৪

তারীখুল ইসলাম ইমাম যাহাবীকৃত।

৪৫

তারীখে তাবারী।

৪৬

তাবক্বাতে ইবনে সা’দ।

৪৭

মুসান্নাফ আব্দুর রাজ্জাক

৪৮

মুসান্নাফ ইবনে আবী শাইবা

৪৯

তারীাখুল ইসলাম, ইমাম যাহাবীকৃত।

৫০

সিলসিলাতুল আহাদীসি সাহীহা ওয়া জয়ীফাহ, আলবানীকৃত।

উক্ত কিতাবগুলো ক্রয় করে বা তার সমমূল্য তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারে পাঠিয়ে সদকায়ে  জারিয়ার অংশিদার হবার আহবান রইল।

কিতাব পাঠানোর ঠিকানা

লুৎফুর রহমান ফরায়েজী

তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার

(একটি আহলে হক মিডিয়া প্রয়াস)

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]

একাউন্ট এড্রেস

islami bank bangladesh limited 

Branch Rampura, Dhaka

Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM

Account No– 20502260202166316

সংক্ষেপে21663

Bikas– 01723785925।

মেইল[email protected]

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।

0Shares

আরও জানুন

হাদীস সংরক্ষণে নবীজী সাঃ কোন উদ্যোগ গ্রহণ করেননি? হাদীস লিখতে কেন নিষেধ করা হয়েছিল?

লুৎফুর রহমান ফরায়েজী বর্তমান যুগে কতিপয় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মাঝে মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বিকারকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *