প্রচ্ছদ / প্রশ্নোত্তর / দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র মর্মের হাদীসটি কি সঠিক?

দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র মর্মের হাদীসটি কি সঠিক?

প্রশ্ন

আসসালামুআলাইকুম।

মুফতি সাহেবআখিরাতের শস্যক্ষেত্র । এই হাদীস নাকি জাল?

প্রশ্নকর্তা- এনামুল হক।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

الدُّنْيَا مَزْرَعَةُ الآخِرَةِ

দুনিয়া আখেরতের শষ্যক্ষেত্র।

উক্ত শব্দে হাদীসটি আসলেই জাল ও বানোয়াট।

মুহাদ্দিসীনে কেরামগণের উক্তি

১-  আল্লামা সাগানী রহঃ বলেন, হাদীসটি জাল। {মওজুআতুস সাগানী-৬৪}

২-  আল্লামা সুবকী রহঃ বলেন, আমি এর কোন সনদ পাইনি। {তাবকাতে শাফিয়িয়্যাহ কুবরা-৩/৩৫৬}

৩-  আল্লামা ইরাকী রহঃ বলেন, এ শব্দে আমি কোন মারফু হাদীস পাইনি। {তাখরীজুল ইহয়া-৪/২৪}

৪-  আল্লামা সাখাবী রহঃ বলেন, আমি এর ভিত্তি পাইনি। {আলমাকাসিদুল হাসানাহ, নং-২৬০}

৫-  মোল্লা আলী কারী রহঃ বলেন, কেউ কেউ বলেন এর কোন ভিত্তি নেই, বা এটি বানোয়াট। {আলআসরারুল মারফুআ, নং-২০৬}

৬-  আল্লামা যারকানী রহঃ বলেন, আমি এরূপ হাদীস সম্পর্কে জানি না। {মুখতাসারুল মাকাসিদ, নং-৪৬৭}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …