প্রশ্নঃ
আসসালামু আলাইকুম, সম্মানিত মুফতী সাহেব!
আপনাদের প্রকাশিত বিভিন্ন প্রশ্নের উত্তরে দেখা যায় যে, তালাকপ্রাপ্তা রমণীর ক্ষেত্রে পূর্বের স্বামীর কাছে পুণরায় বিয়ে বৈধ হবার শর্ত হিসেবে বলেন যে, ইদ্দত শেষে স্বাভাবিক নিয়মে কোন পুরুষের সাথে বিয়ে হবার পর যদি বর্তমান স্বামী মারা যায় বা তালাক দিয়ে দেয় তাহলে আবার ইদ্দত শেষে আগের স্বামীর সাথে বিয়ে বৈধ হবে। কিন্তু অনেক উত্তরে এরকম দেখা যায় যে, দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হতে হবে। এমন যদি হয়, মহিলার দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হয়নি অথচ স্বামী মারা গেল বা তালাক দিলো এমতাবস্থায় মহিলার কি পূর্বের স্বামীর সাথে বিয়ে বৈধ হবেনা?
মাসআলাটি দলীলভিত্তিক বুঝিয়ে বলুন।
মহান আল্লহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন!
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আসলে আমাদের উত্তরে কোন গরমিল নেই। মূলত কোন উত্তরে সংক্ষেপে বলা হয়েছে, আর কোন উত্তরে বিস্তারিত বলা হয়েছে। যা আপনার মনে প্রশ্নের উদ্রেক করেছে।
প্রথম স্বামী তিন তালাক প্রদান করলে, ইদ্দত শেষে মহিলা অন্যত্র বিয়ে হলে, দ্বিতীয় স্বামীর সাথে বিয়ের পর শারিরীক সম্পর্ক করার সাথে সাথে ঘর সংসার করার সময় কোন কারণে তালাকপ্রাপ্তা হলে, বা দ্বিতীয় স্বামী মারা গেলে, ইদ্দত শেষে প্রথম স্বামী বিয়ে করতে পারে।
এক্ষেত্রে দ্বিতীয় স্বামীর সাথে শারিরীক সম্পর্ক হওয়া জরুরী। নতুবা প্রথম স্বামীর জন্য উক্ত স্ত্রী বৈধ হবে না।
وفى موطا مالك– – حدثني يحيى عن مالك عن المسور بن رفاعة القرظي عن الزبير بن عبد الرحمن بن الزبير أن رفاعة بن سموال طلق امرأته تميمة بنت وهب في عهد رسول الله صلى الله عليه وسلم ثلاثا فنكحت عبد الرحمن بن الزبير فاعترض عنها فلم يستطع أن يمسها ففارقها فأراد رفاعة أن ينكحها وهو زوجها الأول الذي كان طلقها فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فنهاه عن تزويجها وقال لا تحل لك حتى تذوق العسيلة (موطأ مالك، كتاب النكاح، باب نكاح المحلل وما أشبهه، رقم الحديث -1942)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]