প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / যাকাত উসুলকারীকে যাকাত থেকে কমিশন দেয়া যাবে কি?

যাকাত উসুলকারীকে যাকাত থেকে কমিশন দেয়া যাবে কি?

প্রশ্ন

 যাকাত উসুলকারীকে যাকাত থেকে কমিশনের ভিত্তিতে টাকা দেয়া জায়েজ কি? আর যাকাত উসুলকারীর রাস্তার খরচ যাকাত থেকে উসুল করা বৈধ কী না? বিস্তারিত দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকব।

জবাব

بسم الله الرحمن الرحيم

যেহেতু বর্তমান যাকাত উসুলকারীরা শরয়ী আমেল নয় (কারণ শরয়ী আমেল হবার জন্য ইসলামী রাষ্ট্র প্রদান কর্তৃক নিযুক্ত আমেল হওয়া লাযিম) তাই তাকে যাকাত থেকে পারিশ্রমিক দিলে সেই অংশের যাকাত আদায় হবে না। তবে তাকে জেনারেল ফান্ড থেকে বেতন দেয়া বৈধ আছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আম ঘোষণা যে, “যেই যাকাত উসুল করবে তাকে উসুলকৃত অংশের ২৫ বা ৩০ পার্সেন্ট দেয়া হবে” এই ভিত্তিতে যাকাত থেকে উসুলকারীকে টাকা দিলে ঐ অংশের যাকাত আদায় হবে না। কারণ আম ঘোষণার মাধ্যমে যেই ভাড়ার চুক্তি করা হচ্ছে তা “ইজারায়ে ফাসিদা”, কেননা তাতে উজরত(পারিশ্রমিক) নির্ধারিত নয়, তাই এই ঘোষণাটিই সহীহ নয়। সুতরাং সে হিসেবে পারিশ্রমিক নেয়াও বৈধ হবেনা। তবে নির্ধারিত যাকাত কালেক্টরকে তার বেতনের উপর অতিরিক্ত ভাতা দিতে পারবে অন্য ফান্ড থেকে, এক্ষেত্রেও কালেকশনকৃত যাকাতের অর্ধেক থেকে বেশি ভাতা দিতে পারবেনা।

যাকাতের টাকা নির্ধারিত স্থানে পৌঁছানোর পূর্বে তা থেকে খরচ করা বৈধ নয়। যেহেতো যাকাত আদায় হবার জন্য তামলিক তথা গরীবকে মালিক বানিয়ে দেয়া শর্ত, আর এই ক্ষেত্রেতো যাকাত নির্ধারিত স্থানে পৌঁছানোর আগে গরীবের মালিকানা সাব্যস্ত হচ্ছে না, তাই যাকাতের যেই অংশ রাস্তার খরচ বাবত দেয়া হবে তা যাকাত থেকে বাদ যাবে। অর্থাৎ তা যাকাত হিসেবে আদায় হবেনা। তবে জেনারেল ফান্ড থেকে কালেকশনকারীর খরচ বহন করা জায়েজ আছে।

দলিল

فى رد المحتار- ويشترط أن يكون الصرف ( تمليكا ) لا إباحة كما مر -كتاب الزكاة -باب المصرف أي مصرف الزكاة والعشر-3/291

وفيه ايضا- لكن لا يزاد على نصف ما يقبضه (3/286

وفى الهداية- ولا تصح حتى تكون المنافع معلومة والأجرة معلومة لما روينا-هداية-كتاب الاجارات-3/277

বিস্তারিত জানতে দেখুন আল্লামা শিব্বীর আহমাদ কাসেমী সংকলিত কিতাব-ইযাহুন নাওয়াদির-২/২২৯-২৩২)

প্রামান্য গ্রন্থাবলী

১. ফাতওয়ায়ে শামী-৩/২৯১,২৮৬

২- হেদায়া-৩/২৭৭

৩-ইযাহুন নাওয়াদির-২/২২৯-২৩২

৪-ফাতওয়ায়ে রহিমীয়া-৭/১৭২,১৮২

৫-ফাতওয়ায়ে আজিজীয়া-৩৬৩

৬-জাওয়াহিরুল ফিক্বহ-৬/৬৯

৭-আপকি মাসায়িল আওর উনকা হল-৩/৩১৫

৮-আহসানুল ফাতওয়া-৪/২৮৪,২৫২                                                                                                                                                                                                                                                                                               ৯-ফাতওয়ায়ে মাহমুদিয়া-১৪/২৬৬

১০-ইমদাদুল ফাতওয়া-২/৫৬,১৬

১১-তাফসীরে মারেফুল কুরআন-সুরা তাওবা-৭

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *