প্রশ্ন
নামঃ নুসরাত সারওয়ার
অবস্থানের দেশঃ ঢাকা , বাংলাদেশ
প্রশ্নের বিষয়ঃ বাড়ি ভাড়া
বিস্তারিত প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
শ্রদ্ধেয় মুফতী সাহেব,
নিমোক্ত প্রশ্নগুলোর উত্তর করলে উপকৃত হব-
১। গার্মেন্টস বায়িং হাউস কোম্পানির মালিক অথবা কর্মচারী এমন কাউকে কি বাড়ি ভাড়া দেয়া জায়েজ হবে ? তাদের উপার্জন কি হালাল?
২। সনি এরিকসন মোবাইল কোম্পানির কোন ইঞ্জিনিয়ার কে কি বাড়ি ভাড়া দেয়া জায়েজ হবে?
৩। ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়াম স্কুল এর মালিক এবং তার স্ত্রী সে স্কুল এর প্রিন্সিপাল এমন কাউকে বাড়ি ভাড়া দেয়া কি জায়েজ হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উপরোল্লিখিত ব্যক্তিদের কাছে বাড়ি ভাড়া দেয়া না-জায়েজ হওয়ার কোন শরয়ী কারণ আমাদের কাছে স্পষ্ট নয়। যদি উল্লেখিত ব্যক্তিবর্গ থেকে কোন প্রকার গায়রে শরয়ী কর্মকান্ড প্রকাশ পায়, তাহলে এর বিবরণসহ আমাদের কাছে প্রশ্ন পাঠান। ইনশাআল্লাহ সেই ভিত্তিতে আমরা ইসলামী ফিক্বহের দৃষ্টিকোণ জানাতে চেষ্টা করবো।
শুধুমাত্র ধারণাবশতঃ কোন মুসলিমের ব্যাপারে মন্দ ধারণা করা উচিত নয়।
বায়িং কোম্পানীর মালিক বা কর্মচারী হওয়া, মোবাইল কোম্পানীর মালিক হওয়া বা ইংলিশ মিডিয়াম স্কুলের মালিক বা শিক্ষক হওয়া কোন দোষণীয় ব্যাপার নয়। তবে তাদের মাঝে যদি শরীয়ত গর্হিত কোন কার্যক্রম থাকে, তাহলে ভিন্ন কথা।
তাই শুধু এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার কারণে তাদের বাড়ি দেয়া হারাম হওয়া মনে করার কোন যৌক্তিকতা নেই|
قَاعِدَة ان أُمُور الْمُسلمين محمولة على السداد والصلاح حَتَّى يظْهر غَيره
কায়দা- মুসলমানদের কর্মকান্ডকে সাধারণত সঠিক ও সহীহ হওয়ার উপরই ধর্তব্যতা হবে, যতক্ষণ না এর উল্টো বিষয় প্রকাশিত হয়। {উসূলে কারখী, কায়দা নং-৬}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।