প্রশ্ন
From: মোঃ মাছুম পারভেজ
বিষয়ঃ Jakat
প্রশ্নঃ
গত বছর আমরা কয়েকজন মিলে একটি মহিলা মাদ্রাসা চালু করি ফ্লোর ভাড়া নিয়ে। সেখানে আমার শেয়ারের প্রায় ৯৮,৫০০ টাকা আছে। আমার প্রশ্ন হলো আমাকে কি উক্ত টাকার যাকাত দেওয়া লাগবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি উক্ত টাকা ঋণ হিসেবে প্রদত্ব হয়, কিংবা মুশারাকা বা মুদারাবা হিসেবে প্রতত্ব হয়, সর্বাবস্থায়ই যাকাত আবশ্যক হবে।
তবে যদি দান হিসেবে দেয়া হয়ে থাকে, তাহলে যাকাত আসবে না।
وفى الهداية: ولو كان الدين على مقر ملئ أو معسر تجب الزكاة لإمكان الوصول اليه ابتداء وبواسطة الحصيل وكذا ولو كان على جاحد وعليه بينة (الهداية-1/186
وفى الهندية: الزكاة واجبة فى عروض التجارة كائنة ما كانت إذا بلغت نصابا من الورق والذهب (الفتاوى الهندية-1/179
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]