প্রচ্ছদ / প্রশ্নোত্তর / হজ্বে মাবরূর ও হজ্বে মাকবূলের মাঝে পার্থক্য কি?

হজ্বে মাবরূর ও হজ্বে মাকবূলের মাঝে পার্থক্য কি?

প্রশ্ন

হজ্বে মাবরূর ও হজ্বে মাকবূলের মাঝে পার্থক্য কি? দয়া করে জানালে উপকৃত হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হজ্বে মাবরূর বলা হয়, যাতে এমন কোন কাজ করা হয়নি, যার কারণে হজ্বকারীর উপর কোন জরিমানা তথা দম বা কাফফারা আবশ্যক হয়।

আর হজ্বে মাকবূল বলা হয়, ঐ হজ্বকে যেটিকে আল্লাহ তাআলা কবুল করেছেন।

কখনো হজ্ব মাবরূর হয়েও তা মাকবূল না হতে পারে। যেমন হারাম টাকা দিয়ে হজ্ব করলে তা মাবরূর হলেও মাকবূল হয় না। আবার হজ্ব মাবরূর হয়েও তা মাকবূল হতে পারে।

وفى العارضة اختلف الناس فى الحجة المبرورة فقيل هى التى لا معصية فيها وقيل هى التى لا معصية بعدها  (اوجز المسالك، كتا بالحج-3/392)

والقبول المترتب عليه الثواب يبتنى على اشيا كحل المال والإخلاص كما لو صلى مرائيا او صام واغتاب فان الفعل صحيح لكنه بلا ثواب، (رد المحتار، كتاب الحج، مطلب فيمن حج بمال الحرام-3/453

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

বিতর নামাযের পর নফল পড়লে কোন সওয়াব হবে না?

প্রশ্ন আস-সালামু আলাইকুম, মুহতারাম, একজন শায়েখ ভক্ত বলতেছেন, বিতরের পর নফল নামাজ আদায় করা যাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *