প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / মুহাম্মদ সাঃ শ্রেষ্ঠ নবী হবার প্রমাণ কী?

মুহাম্মদ সাঃ শ্রেষ্ঠ নবী হবার প্রমাণ কী?

প্রশ্ন

প্রিয় হুজুর পাক, আমি অনেক দিন ধরে একটি প্রশ্ন মধ্যে ডুবে আছি আসা করি আপনি আমার উত্তর দিবেন কোরান থেকে । আমি কোরান থেকে উত্তর চাই , হাদিস থেকে না।

১। ১০৪ খানা আসমানি কিতাবের মধ্যে ৪ খানা বড় আসমানি কিতাব । আবার চার খানা আসমানি কিতাবের মধ্যে কুরান হচ্ছে প্রধান । তাহলে রাছুল দের মধ্যে প্রধান কে ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

শুধু কুরআন থেকে কেন উত্তর দিবো? আপনি কি হাদীস মানেন না? আমাদের দলীলতো শুধু কুরআন নয়। আমাদের কাছে দলীল প্রধানতম প্রামাণ্য গ্রন্থ হল কুরআন। দ্বিতীয় প্রামাণ্য গ্রন্থ হল হাদীস।

আমরা যে বিষয়ের সরাসরি সমাধান কুরআনে পাই না, সেসব বিষয়ের সমাধান আমরা হাদীস থেকে গ্রহণ করি।

আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে রাসূল সাঃ এর কথাকে মানতে আদেশ করেছেন। তা’ই রাসূল সাঃ এর আদেশ নিষেধ ও নির্দেশনা মানা মানেই কুরআন মানা। আল্লাহ তাআলাকে মানা।

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥٩:٧]

রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। [সূরা হাশর-৭]

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ [٣:٣١]

বলুন,যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। [সূরা আলেইমরান-৩১]

وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ [٥٣:٣]إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ [٥٣:٤]

এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়। [সূরা নজম-৩, ৪]

সেই হিসেবে রাসূল সাঃ যা বলেছেন, তা মূলত আল্লাহর কথাই। নবীজী সাঃ এর কথাকে মান্য করা মানেই হল আল্লাহর কুরআনকে মান্য করা।

আর হাদীসে রাসূল সাঃ এর পরিস্কার শব্দে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের সর্দার বলা হয়েছে। সবচে’ উত্তম ও শ্রেষ্ঠ নবী বলা হয়েছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ،

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, আমি আদম সন্তানদের সর্দার। [মুসনাদে আহমাদ, হাদীস নং-১০৯৭২, সহীহ মুসলিম, হাদীস নং-২২৭৮, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪৩০৮, সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৬৭৩]

আনাস রাঃ থেকে বর্ণিত আরেক হাদীস রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ

يَوْمَ الْقِيَامَةِ آدَمُ وَمَنْ دُونَهُ تَحْتَ لِوَائِي

কিয়ামতের দিন আদম আঃ এবং অন্যান্য সবাই আমার ঝান্ডার নিচে হবে। [মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৬৪১৩]

عَنْ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: “إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ كُنْتُ إِمَامَ النَّبِيِّينَ

উবাই বিন কা’ব রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমি নবীদের ইমাম তথা সর্দার হবো। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২১২৪৫,তিরমিজী, হাদীস নং-৩৬১৩, ইবনে মাজাহ, হাদীস নং- ৪৩১৪]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *