প্রশ্ন
From: M M S Hossain
বিষয়ঃ তারাবীহ
বিসমিল্লাহির রহমানির রহীম
আচ্ছালামু আলাই্কুম
জনাব,আমি এক মসজিদে শুধু রমজানের এক মাস পাঁচ ওয়াক্ত নামায ও সূরা তারাবীহ পড়াই।মসজিদ কমিটি আমাকে রমজানের শেষে পাঁচ হাজার টাকা দেয়। উল্যেখ্য যে উক্ত মসজিদে অন্য মাস সমূহে ইমামকে আড়াই হাজার টাকা বেতন দেয়া হয়। ওই হিসেবে আমাকে দেয়া পাঁচ হাজার টাকার আড়াই হাজার টাকা পাঁচ ওয়াক্ত ইমামতির বেতন আর বাকী আড়াই হাজার টাকা সূরা তারাবীহের বিনিময়। এমতাবস্হায় আমার জন্য কি সূরা তারাবীহের বিনিময় হিসেবে দেয়া আড়াই হাজার টাকা নেয়া বৈধ হবে কি?
বিঃ দ্রঃ কমিটির সাথে আমি বেতনের কথা আলোচনা করি নাই।এবং পাঁচ হাজার টাকার আড়াই হাজার টাকা পাঁচ ওয়াক্ত ইমামতির জন্য আর বাকী আড়াই হাজার টাকা সুরা তারাবীহের জন্য এ বন্টনটি আমার পক্ষ থেকে।কমিটি এটা নির্দিষ্ট করে দেয়নি।
যথাসম্ভব দ্রুত উত্তরটি জানিয়ে আমাকে আল্লাহর রহমতে হালাল হারাম বেছে চলতে সহযোগিতা করবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পাঁচ ওয়াক্তের ইমাম হিসেবে বেতন নেয়া বৈধ। যেহেতু আপনি রমজানে পাঁচ ওয়াক্তের ইমামতীর দায়িত্ব পালন করেন, আর তারাবীহ সেই পাঁচ ওয়াক্তের অনূকুল হিসেবেই আদায় হয়ে থাকে। তাই আপনার বেতনটি অবৈধ বলার কোন সুযোগ নেই। (ফতোয়ায়ে রহীমিয়া-৬/২৩৫/২৪৬)
قال فى الدر: ( و ) لا لأجل الطاعات مثل ( الأذان والحج والإمامة وتعليم القرآن والفقه ) ويفتى اليوم بصحتها لتعليم القرآن والفقه والإمامة والأذان . (الدر المختار مع رد المحتار : 9/76 كتاب الاجارة
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com