প্রশ্ন
From: Marufa
বিষয়ঃ Reading quran
Assalamualaikum WRB,
I want to know during haez or menstruation period to touch tafseer book or read tafseer book is pemissible or not according to the shariah.Please answer the question ..jajhakallah
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গোসল ফরজ থাকা অবস্থায় কুরআনে কারীম পড়া হারাম। হায়েজ, নেফাস বা যে কারণেই গোসল আবশ্যকের সকল অবস্থার হুকুম একই।
عن ابن عمر : عن النبي صلى الله عليه و سلم قال لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن (سنن الترمذى، ابواب الطهارات، باب ما جاء في الجنب والحائض : أنهما لا يقرأن القرآن، رقم الحديث-131
অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-ঋতুবতী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন পড়বে না।
সুনানে তিরমিযী, হাদীস নং-১৩১,
সুনানে দারেমী, হাদীস নং-৯৯১,
মুসনাদুর রাবী, হাদীস নং-১১,
মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১০৯০,
মুসন্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৮২৩
কিন্তু গোসল ফরজ থাকা অবস্থায় তাফসীর পড়া ও ধরা জায়েজ আছে। কিন্তু অন্তত অজু করে ধরা মুস্তাহাব।
ويكره لهم (الجنب والمحدث) مس كتب التفسير والفقه والسنن (الفتاوى الهندية-1/39
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]