প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / রমজানে টয়লেটে পানি ব্যবহারে সতর্ক থাকার মানে কী?

রমজানে টয়লেটে পানি ব্যবহারে সতর্ক থাকার মানে কী?

প্রশ্ন

From: মুবারক
বিষয়ঃ রমজানে বড় ইস্তেঞ্জার বিষয়ে

এক কিতাবে দেখলাম, রমজানে বড় ইস্তেঞ্জার পানি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। না হলে রোজা নষ্ট হবে। আসলে এটি কতটুকু ঠিক?

উত্তর

بسم الله الرحمن الرحيم

সতর্ক থাকতে হবে বলতে উদ্দেশ্য হল, যেন অতিরিক্ত পরিস্কারের নামে আঙ্গুল দিয়ে গুহ্যদ্বারের একদম ভিতরে প্রবেশ করানো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, পানি গুহ্যদ্বারের ভিতরে প্রবেশ করলে রোযা ভেঙ্গে যাবে। রমজানে ইস্তেঞ্জার সময় পানি ব্যবহারে সতর্ক থাকার দ্বারা উদ্দেশ্য এটাই হবার কথা।

أو أدخل أصبعه مبلولة بماء أودهن في دبره” أو استنجى فوصل الماء إلى داخل دبره أو فرجها الداخل بالمبالغة فيه والحد الفاصل الذي يتعلق بالوصول إليه الفساد قدر الحقنة وقلما يكون ذلك (طحطاوى على مراقى الفلاح، باب ما يفسد الصوم ويوجب القضاء-109، 557، 254، الهندية-1/204

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *