প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের অতিরিক্ত টাকা নেয়া যাবে কি?

প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের অতিরিক্ত টাকা নেয়া যাবে কি?

প্রশ্ন

As Salaamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.

Bismillahe was salaatu was salaamu a’la Rasulullah.

Janab Mufti Saheb,

amar ekta jotil prashno ace. asha kori apnar kace er somadhan pabo insha Allah.

amar pita semi-government employee (high school teacher). chakri aro pray ek bacor ace. ekhon pension er sob papers ready korte hocce. chakri sheshe uni PROVIDENT FUND paben. salary theke kete rakha taka (PF) abong totsonge oi takar interest ferot paben. onar prashno hocce puro taka neoa jayej hobe ki na! a khetre sothik ki korte hobe?

Jazakallahu Khair.

Anwaruzzaman Ahamed

Cooch Behar, West Bengal

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রভিডেন্ট ফান্ডের দুই সূরত। যথা-

কর্তৃপক্ষ বেতনের নির্দিষ্ট অংশ চাকুরীজীবীর হাতে না দিয়েই বাধ্যতামূলকভাবে জমা রেখে দেয়।

চাকুরীজীবির ইচ্ছাধীন ইচ্ছে করলে রাখতেও পারে, আবার উঠিয়েও ফেলতে পারে।

 

প্রথম সূরতে চাকুরীজীবী যখন অবসর নেয়, কর্তৃপক্ষ জমা টাকার সাথে যদি অতিরিক্ত টাকা প্রদান করে, তাহলে তা গ্রহণ করতে শরয়ী কোন বিধিনিষেধ নেই।

কিন্তু দ্বিতীয় সূরতে অর্থাৎ ব্যক্তি ইচ্ছে করে টাকা জমা রেখেছে, কিন্তু মুদারাবা বা মুশারাকা বা এ জাতীয় শরয়ী কোন চুক্তি করেনি, তাহলে অবসরের সময় জমাকৃত টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা জায়েজ হবে না।

দেখুন- আপকি মাসায়েল আওর উনকা হল-৭/৩২৮-৩২৯, জাদীদ ফিক্বহী মাসায়েল-১/৪৩৮-৪৩৯, ফাতাওয়া উসমানী-৩/২৭৮।

قوله: بالتعجيل أو بشرطه أو بالإستيفاء أو بالتمكن يعنى لا يملك الأجرة الا بواحد من هذه الاربعة والمراد انه لا يستحقها الموجر إلا بذلك (البحر الرائق، كتاب الاجارة-7/511)

واحل الله البيع وحرم الربوا (البقرة-275) كل قرض جر نفعا فهو حرام (رد المحتار، فصل فى القرض-5/166

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *