প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / শেষ রাকাতে শরীক হওয়া মুসল্লি শেষ বৈঠকে কী পড়বে?

শেষ রাকাতে শরীক হওয়া মুসল্লি শেষ বৈঠকে কী পড়বে?

প্রশ্ন

মোঃ শামসুল আরিফিন
মহাখালী, তেজগাঁও, ঢাকা

শ্রদ্ধেয় মুফতী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।

৪ রাকাত বিশিষ্ট নামাজে মুকতাদী যদি শুধু শেষ রাকাত পায় অথবা না পায় (রুকু না পায়), সেই রাকাতের বৈঠকে কি “অত্তাহিয়াতু”, “দুরুদ শরিফ” পরতে পাড়বে? এবং পরের ৩/৪ রাকাত কিভাবে পড়বে?

উত্তর

وعليكم السلام ورحنة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

শুধু তাশাহুদ পড়তে হবে। দরূদ শরীফ পড়তে হবে না।

শেষ রাকাত পাইলে বাকি তিন রাকাত পড়তে হবে। আর শেষ রাকাত না পেলে চার রাকাত পড়তে হবে।

যদি তিন রাকাত পায়, তাহলে ইমাম সালাম ফিরানোর পর মাসবূক ব্যক্তি [যে ইমামের পিছনে এক বা একাধিক রাকাত পায়নি তাকে মাসবূক বলে] দাঁড়িয়ে প্রথমে সানা, তারপর সূরা ফাতিহা ও সূরা মিলিয়ে প্রথম রাকাত পূর্ণ করে বৈঠক করবে। তাতে শুধু তাশাহুদ পড়বে। দরূদ ও দুআয়ে মাসূরা পড়বে না। তারপর আবার দাড়িয়ে সূরা ফাতিহা ও তার সাথে সূরা মিলিয়ে রাকাত পূর্ণ করবে। কিন্তু শেষ রাকাত পড়ার সময় শুধু সূরা ফাতিহা পড়বে সাথে সূরা মিলাবে না। এভাবে শেষ রাকাত পূর্ণ করে আখেরী বৈঠক যথা নিয়মে পূর্ণ করে সালাম ফিরাবে।

আর যদি এক রাকাতও না পায়, তাহলে ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে নামায একাকী পড়লে যেভাবে পড়তো, সেভাবেই নামায পূর্ণ করবে।


فى الدر المختار– وأما المسبوق فيترسل ليفرغ عند سلام إمامه وقيل يتم وقد يكرر كلمة الشهادة،

وقال ابن عابدين- ( قوله فيترسل ) أي يتمهل ، وهذا ما صححه في الخانية وشرح المنية في بحث المسبوق من باب السهو وباقي الأقوال مصحح أيضا…… وقيل يكرر كلمة الشهادة كذا في شرح المنية والذي في البحر والحلية والذخيرة يكرر التشهد تأمل(رد المحتار-كتاب الصلاة، باب صفة الصلاة، فروع قرأ بالفارسية أو التوراة أو الإنجيل-2/220-221)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/২২০-২২১

২. ফাতওয়ায়ে আলমগীরী-১/৯১

৩. আল বাহরুর রায়েক-১/৮৭৫

৪. ফাতওয়ায়ে তাতারখানিয়া-১/৫৫৯


فى الفتاوى الهندية- أنه يقضي أول صلاته في حق القراءة وآخرها في حق التشهد حتى لو أدرك ركعة من المغرب قضى ركعتين وفصل بقعدة فيكون بثلاث قعدات وقرأ في كل فاتحة وسورة ولو ترك القراءة في إحداهما تفسد (كتاب الصلاة، الفصل السابع فى المسبوق والاحق-1/91)

তথ্যসূত্র

১-ফাতওয়া আলমগীরী-১/৯১

২-ফাতওয়া শামী-২/৩৪৭

৩-আল বাহরুর রায়েক-১/৩৫৬

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

No comments

  1. মমশাদ আহমদ

    আলহামদুলিল্লাহ, উক্ত প্রশ্নের উওর থেকে আমি নিজে অনেক উপকৃত হয়েছি।
    আসলে আমি এ দিকে নতুন, আমার ও কিছু প্রশ্ন আছে,, আমি এ প্রশ্ন গুলোর উওর আপনাদের নিকট থেকে জানার ইচ্ছা,,, তাই আপনাদের পক্ষ থেকে আমাকে প্রশ্নের নিয়মাবলী জানাবেন। এবং আমাকে ওয়েবসাইডের নাম লিখে দিবেন।।। ধন্যবাদ

Leave a Reply to মমশাদ আহমদ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *