প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / পরকিয়ার মাধ্যমে জন্ম নেয়া সন্তানের জনক কে হবে?

পরকিয়ার মাধ্যমে জন্ম নেয়া সন্তানের জনক কে হবে?

প্রশ্ন

আমাদের এলাকার জনৈক ব্যক্তি অপরের বিবাহিতা স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পরে এবং তার স্বামীর অজান্তে দৈহিক মেলামেশার ফলে একটি পুত্রসন্তান জন্ম নেয়, ছেলেটির বয়স বর্তমানে ৬-৭ বছর। বিভিন্ন পরীক্ষার মাধ্যমেও ছেলেটি তার বলে প্রমাণিত হয়েছে। এখন সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত।

এমতাবস্থায় জানার বিষয় হচ্ছে

১. বর্তমানে তার করণীয় কী? ওই মহিলার সাথে কোনোরূপ  যোগাযোগ বা সাক্ষাৎ বৈধ হবে কি না?

২. সন্তানের প্রকৃত পিতা শরীয়তের দৃষ্টিতে কে? এবং কার উত্তরসূরি হিসেবে মিরাছ পাবে?

উত্তর

১. অতীতের অবৈধ সম্পর্কের কারণে যে গোনাহ হয়েছে তার জন্য খাঁটি মনে তাওবা করবে। ওই মহিলার সাথে কোনোরূপ যোগাযোগ বা সাক্ষাৎ বৈধ হবে না। (সূরা নিসা-৬৩, সূরা নূর-৩০, আদ্দুররুল মুখতার ১/২৪১)

২. শরীয়তের দৃষ্টিতে ওই মহিলার স্বামীই সন্তানের প্রকৃত পিতা বলে গণ্য হবে এবং তারই উত্তরসূরি হিসেবে মিরাছ পাবে। (আবু দাউদ ১/৩১০, রদ্দুল মুখতার ২/৫৫০, ফতাওয়া দারুল উলুম ১১/৫১১)

والله اعلم بالصواب
উত্তর লিখনে

ফাতওয়া বিভাগ- ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।

 

0Shares

আরও জানুন

সালাতুত তাসবীহ চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ । হযরত একটি মাসআলার সমাধান দিয়ে উপকৃত করিবেন। আমি 4 রাকাত …