প্রচ্ছদ / পর্দা/দুগ্ধপান/হুরমত / শিশুদের কতদিন পর্যন্ত মায়ের দুধপানের অনুমতি রয়েছে?

শিশুদের কতদিন পর্যন্ত মায়ের দুধপানের অনুমতি রয়েছে?

প্রশ্ন

ছেলে ও মেয়ে শিশুকে কতদিন পর্যন্ত মায়ের দুধ পান করানোর অনুমতি আছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

দুই বছর পর্যন্ত ছেলে ও মেয়ে শিশুদের মায়ের দুধ পান করানোর অনুমতি রয়েছে। [ফাতাওয়া শামী-৪/৩৯৩]

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ ۚ [٢:٢٣٣

আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। [সূরা বাকারা-২৩৩]

هو حولان ونصف عنده وحولان فقط عندهما وهو الأصح (رد المحتار على الدر المختار، كتاب النكاح، باب الرضاع-4/393)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …