প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্বামীর অজ্ঞাতসারে কাজী কর্তৃক তালাকের অধিকার প্রদানের বিধান কী?

স্বামীর অজ্ঞাতসারে কাজী কর্তৃক তালাকের অধিকার প্রদানের বিধান কী?

প্রশ্ন

From: জুবাইর আল মাহমূদ
বিষয়ঃ নিজের অগোচরে স্ত্রীকে তালাকের অধিকার প্রদান সম্পর্কে

আসসালামু আলাইকুম।

মুহতারাম! আমাদের দেশের কাবিন নামার ১১নং ধারায় স্ত্রীকে তালাকের অধিকার দেয়া আছে। এখন প্রশ্ন হল কেউ যদি এটা না জানার কারণে এবং কাবিননামা না পড়েই দস্তখত করে তবে কি তালাকের অধিকার স্ত্রীর কাছে চলে যাবে।
২.যদি তালাকের অধিকার স্ত্রীর হাতে চলে যায় তবে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে কোন পদ্ধতিতে? জাঝাকাল্লাহু খাইরান!

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কোন কিছুর পড়ার পর সেটিকে সত্যায়ন বা প্রত্যাখ্যান করতে হয়। এটি স্বাভাবিক বিবেক বুদ্ধির বিষয়।

না পড়েই সাইন করে দেয়া কিছুতেই উচিত নয়।

যদি কাবিননামাটি স্বামীকে পড়ে শুনানো না হয়, স্বামীর সম্পূর্ণ অজ্ঞাতসারে কাবিননামায় স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হয়ে থাকে। তাহলে শুধু সাইন করার কারণে স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হবে না।

আর যদি পড়ে শোনানো হয়, তাহলে এক্ষেত্রে স্ত্রীকে তালাকের প্রদান করা হয়েছে বলেই ধর্তব্য হবে।

স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হলেও স্বামীর নিজের তালাক প্রদানের ক্ষমতা খর্ব হয় না। তাই প্রয়োজনে সে নিজেও স্ত্রীকে তালাক প্রদান করতে পারবে।

كُلُّ كِتَابٍ لَمْ يَكْتُبْهُ بِخَطِّهِ وَلَمْ يُمِلَّهُ بِنَفْسِهِ لَا يَقَعُ بِهِ الطَّلَاقُ إذَا لَمْ يُقِرَّ أَنَّهُ كِتَابُهُ كَذَا فِي الْمُحِيطِ (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل السادس فى الطلاق بالكتابة-1/379، المحيط البرهانى، كتاب الطلاق، الفصل السادس فى ايقاع الطلاق بالكتاب-4/486، تاتارخانية، كتاب الطلاق، الفصل السادس فى ايقاع الطلاق بالكتاب-3/380

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী …