প্রচ্ছদ / প্রশ্নোত্তর / অধিক সংখ্যক সিজদায়ে তিলাওয়াত আদায় পদ্ধতি কী হবে?

অধিক সংখ্যক সিজদায়ে তিলাওয়াত আদায় পদ্ধতি কী হবে?

প্রশ্ন

তেজকুনি পাড়া

ফার্মগেইট,ঢাকা।

আস্সালামু আলাইকুম অরাহমাতুল্লাহ্

মুহতারাম, নিন্মে উল্লেখিত প্রশ্নের উত্তর দানে বাধিত করবেন।

অনেক দিন থেকে আমার কিছু সিজদায়ে তেলাওয়াত আদায় করা হয় নাই এবং এর সঠিক সংখ্যাও আমার জানা নাই। জানার বিষয় হল আমি এই অনির্ধারিত সিজদায়ে তেলাওয়াতগুলি কিভাবে সহজে আদায় করর। আরও জানার বিষয় হল, আমি যদি একাধিক সেজদা একসাথে আদায় করতে চাই তাহলে কি প্রতিটি সেজদার পর সোজা হয়ে দাড়াতে হবে নাকি নামাজের সেজদার মত (একটি সেজদা আদায়ের পর অপর সেজদার শুরুতে যেমন সোজা হয়ে দাড়ানোর প্রয়োজন হয় না বরং দ্বিতীয় সেজদার পর দাড়াতে হয়) তেমনি একাধারে দশ/বিশটি সেজদা আদায়ের ক্ষেত্রে প্রথম দাড়ানো থেকে সোজা সিদজা করে বসে পুনরায় না দাড়িয়ে বসা থেকে অবশিষ্ট নয়টি সেজদা আদায়ের পর দশম সেজদা আদায়ের পর দাড়ালে চলবে।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার প্রশ্ন দু’টি। যথা-

অনেক সেজদা কাযা আছে। কতগুলো কাযা তা জানা নেই। এসব কাযা সেজদা কিভাবে আদায় করবে?

না দাড়িয়ে বসা থেকে সেজদায়ে তিলাওয়াত আদায় করা যাবে কি?

১ম প্রশ্নের জবাব

কতগুলো সেজদা কাযা হয়েছে তা অনুমাণ করে প্রবল ধারণা যত সংখ্যার প্রতি, সে সংখ্যক সেজদা আদায় করে নিবে।

যদি কোন সংখ্যা নির্দিষ্ট না হয়, তাহলে সেজদা আদায় করতে থাকবে, যখন মন সায় দিবে যে, কাযা সেজদা আদায় হয়ে গেছে, তখন আর আদায় করতে হবে না। মন সাক্ষ্যি দেবার আগ পর্যন্ত আদায় করতে থাকবে ।

حتى لو كان عليه سجدات متعددة فعليه ان يسجد عددها وليس عليه ان يعين ان هذه السجدة لآية كذا وهذه لآية كذا (كبيرى-501)

القراءة خارج الصلاة، من لا يدرى كمية الفوائت يعمل باكبر رايه فان لم يكن له راى يقضى حتى يتيقن لم يبق عليه شيء (طحطاوى على المراقى الفلاح، كتاب الصلاة، باب قضاء الفوائت-263

২য় প্রশ্নের জবাব

মূলত মুস্তাহাব পদ্ধতি হল, দাড়ানো থেকে আল্লাহু আকবার বলে সরাসরি সেজদাতে গমণ করা। তারপর সেজদা শেষে দাঁড়িয়ে যাওয়া।

তবে এমনটি না করে, বসে থেকে নামাযের দ্বিতীয় সেজদার মত তিলাওয়াতে সেজদা আদায় করলেও আদায় হয়ে যাবে।

ومما يستحب لأدائها ان يقوم فيسجد لأن الخرور سقوط من القيام والرآن ورد به وهو مروى عن عائشة رضى الله عنها وإن لم يفعل لام يضره (البحر الرائق، كتاب الصلاة، باب سجود التلاوة-2/223، زكريا

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *