প্রশ্ন
আসসালামুয়ালাইকুম,
প্রস্নঃ আমাদের গ্রামে কোন ঈদগাহ নেই। এখন সবাই মিলে ১ টা ঈদগাহ বানানোর চেষ্টা করছে। কিন্তু কিছু লোক বলছে ঈদ গাহ এর জন্য শুধু শুধু ১ টা জমি নষ্ট করে লাভ কি। ওখানে শুধুমাত্র বছরে ২ বার নামায হয়। সারা বছর ওটা ফাঁকা থাকে। আমারা মসজিদ এর ছাদে ঈদ এর নামাজ পড়ব। ওটাই আমাদের ঈদগাহ।
মসজিদ এর ছাদে ঈদগাহ বানানো জায়েজ কি?
সিবগাত উল্লাহ
ফেনী
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুযোগ থাকার পরও নিজে নিজে পন্ডিতী করে এভাবে মসজিদের ছাদে ঈদের জামাত করা কিছুতেই উচিত নয়। কারণ ঈদের জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই মাঠে গিয়ে আদায় করেছেন। বৃষ্টির কারণে একবার শুধু মসজিদে আদায় করেছেন।
যা প্রমাণ করে ঈদের জামাতের সুন্নাহ সম্মত পদ্ধতি হলে মাঠে আদায় করা। এটাই সুন্নাহ। বাকি যদি কেউ মসজিদে আদায় করে তাহলেও তার নামায হয়ে যাবে। বাকি ইচ্ছেকৃত সুন্নাতকে ছেড়ে দেয়া উচিত হবে না।
তা’ই সামর্থ থাকা অবস্থায় ঈদের জন্য মাঠ রাখাই শরীয়তে ইসলামিয়ার চাহিদা।
الخروج الى المصلى وهى الجبانة سنة وان كان يسعهم الجامع (الى قوله) فان ضعف القوم وعن الخروج امر الامام يصلى بهم فى المسجد (حلبى كبير، كتاب الصلاة، فصل فى صلاة العيد-571، تاتارخانية2/89، رد المحتار-3/49
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।