প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ঘাটুরীওয়ালী বুড়ি সম্পর্কিত একটি বহুল প্রচলিত ঘটনার হাকীকত

ঘাটুরীওয়ালী বুড়ি সম্পর্কিত একটি বহুল প্রচলিত ঘটনার হাকীকত

প্রশ্ন

সম্মানিত মুফতী সাহেব!

আমার প্রশ্ন হল, আমরা প্রায়ই বক্তাদের মুখ থেকে একটি গল্প শুনে থাকি। সেটি হল, একদা মক্কা বিজয়কালে এক মহিলা তার বিশাল ঘাটুরী নিয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে। তারপর বুড়ি দেখল এক যুবক তার দিকে এগিয়ে আসছে। এসে বললেন, বুড়িমা! আপনার ঘাটুরী বহনে খুব কষ্ট হচ্ছে, দিন আমি বহন করে আপনাকে পৌছে দিচ্ছি। তখন উক্ত যুবক বুড়িমার ঘাটুরী পাহাড়েরর উপরে পৌছে দেন। বুড়িমা তখন খুশি হয়ে বলেন, বাবা তোমার জন্য আমার অনেক আশির্বাদ রইল। কিন্তু দেবার মত আমার কিছু নেই। তবে আমি তোমাকে একটি উপদেশ দেই, যা তোমার খুবই কাজে লাগবে। যুবক বলেন, কি উপদেশ বুড়িমা? বুড়ি বলে, মক্কায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক ব্যক্তি এসেছে, সে মানুষকে হত্যা করে ফেলে, মানুষের অনেক ক্ষতি করে, তুমি তার থেকে দূরে থেকো।

উক্ত যুবক বলেন, আমিই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুড়িমা!

একথা শুনে বুড়িমা স্তব্ধ হয়ে যান। খুশি হয়ে তখনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান।

এ ঘটনাটি প্রায়ই মাহফিলে বক্তাদের খুবই চমৎকৃত ভাষায় বলতে শুনা যায়।

আমার প্রশ্ন হল, উক্ত ঘটনার কোন বাস্তবতা আছে কি?

প্রশ্নকর্তা- নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।

উত্তর

بسم الله الرحمن الرحيم

নির্ভরযোগ্য কোন হাদীস ও তারীখের কিতাবে উক্ত ঘটনার অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। বাকি ঘটনাটি আমরাও শুনেছি। কিন্তু কাউকেই রেফারেন্সসহ উক্ত ঘটনা বলতে শুনিনি। তাই এটি একটি প্রচলিত ঘটনা বলা যেতে পারে। কিন্তু প্রমাণিত ঘটনা বলা যায় না। তাই তাহকীক ছাড়া সূত্র ছাড়া এসব ঘটনা বলা থেকে বিরত থাকা উচিত।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. আমি আহলে হক মিডিয়ার একজন নিয়মত পাঠক। পূর্বে বিভিন্ন লেখা পিডিএফ ডাউনলোড করলে মোবাইলে পড়তে পারতাম। কিন্তু এখন ডাউনলোড করলে ফন্টগুলো প্রশ্নবোধক চিহ্ন আকারে থাকে। পড়া বুঝা যায় না। উল্লেখ্য আমি মোবাইলে পড়ি।

  2. হাফেজ শেখ জামির হোসেন

    আস্সালামু আলাইকুম।আমি হাফেজ জামির ভারত থেকে। আমি একজন নিয়মিত পাঠক আহলে হাক্ মিডীয়ার। আপনাদের রির্সার্চের মাধ্যমে আমি অনেক হক্ বুঝাতে পেরেছি আল হামদু লিল্লাহ। কিন্ত একটা স্য়মস্য়া যা আগে হতনা এখন হচ্ছে। প্রবন্ধ গুলি pdf করছি কিন্ত তা আর পরার মোত অবস্থাই থাকছেনা যদি এটা একটু সমাধান করে দেন খুব উপকার হই। আল্লা আপনাদের কে সৎ সাহসের সহিত আগিয়ে নিয়েজাক।

Leave a Reply to sharif Cancel reply

Your email address will not be published. Required fields are marked *