প্রশ্ন
আমার বাড়ী সিরাজগঞ্জ ৷ আমার জানার বিষয় হলো “ইসলাম কা ডট কম” এই সাইট থেকে মাসআলা শিখা ও সে অনুযায়ী আমল করা যাবে কিনা?
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, ঠিক হবে না। কারণ উক্ত সাইটটি লা-মাযহাবীদের সাইট। সেখানে অনেক মাসআলা কুরআন ও হাদীস ভিত্তিক হলেও। অনেক মাসআলা রয়েছে যা ভুল ব্যখ্যা নির্ভর। তাই উক্ত সাইটের সকল ফাতওয়া সাধারণ মুসলমানদের জন্য আমভাবে আমল করার পরামর্শ আমরা প্রদান করতে পারছি না।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।