প্রশ্ন
আমাদের মসজিদের ইমামের কুরআন তেলয়াত একেবারেই শুদ্ধ নয়। সে আরবিতে কুরআন পড়তে পারে না। বাংলায় উচ্চারণ দেখে পড়ে। তাকে উপদেশ দিয়েও কাজ হয়নি। এই ইমামের পিছনে নামায হবে কি? যদি না হয় তবে কি জামাত বাদ দিয়ে একাই বাড়িতে নামায পড়ব ? আমার আশে-পাশে আর কোন মসজিদ নাই।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যারা কুরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে, তাদের নামায অশুদ্ধ উচ্চারণকারী ইমামের পিছনে হয় না।
তাই আপনাদের মসজিদের ইমামের কিরাত যদি লা-মাযহাবী শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মত হয়ে থাকে, উচ্চারন এতই গলদ পড়ে যে, শব্দের অর্থই পাল্টে যায়, তাহলে উক্ত ইমামের পিছনে নামায পড়লে উক্ত নামায আবার দোহরিয়ে পড়তে হবে।
আপনারা চেষ্টা করুন উক্ত ইমামকে পরিবর্তন করে শুদ্ধ তিলাওয়াতকারী কোন ইমামকে রাখতে।
যদি তা সম্ভব না হয়, তাহলে জামাতের সওয়াব পেতে উক্ত ইমামের ইক্তিদা করার পর, আবার নামাযটি দোহরিয়ে নিন।
فى الفتاوى الهندية – ولا يصح اقتداء القارئ بالأمي وبالأخرس
ফাতাওয়া শামী- ২/৩২৪
ফাতাওয়া হিন্দিয়া-১/১৪৩-১৪৪
আলবাহরুর রায়েক-১/৬৩০-৬৩১
ফাতাওয়া তাতারখানিয়া-২/২৫৬
বাদায়েউস সানায়ে-১/৩৫২
আল হিদায়া-১/১৩০
আলজাওহারাতুন নায়্যিরাহ-১/১৬৫
হাশিয়াতুত তাহতাবী আলামারাকিল ফালাহ-২৮৮
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
পড়ে অনেক ভাল লাগলো