প্রচ্ছদ / প্রশ্নোত্তর / সুগন্ধীর জন্য পারফিউম ব্যবহারের হুকুম কী?

সুগন্ধীর জন্য পারফিউম ব্যবহারের হুকুম কী?

প্রশ্ন

আহমদ আব্দুল্লাহ
কুলাউড়া, মৌলভিবাজর
জনাব, আমি একজন কলেজ ছাত্র।
আমি খুব একটা পারফিউম ব্যবহার করি না কিন্তু সম্প্রতি পারফিউম ব্যবহারের ইচ্ছে জেগেছে তাই Bonanza ব্র্যান্ডের একটা স্প্রে কিনেছি যা ওমানে তৈরী করা হয়ে থাকে।(বাংলাদেশে বুশরা মার্কেটিং আমদানি করে থাকে)

আমার প্রশ্ন এই পারফিউম ব্যবহারে ইসলামে কোন বিধি নিষেধ আছে কিনা?
এবং এ পারফিউম ব্যবহার করলে নামাজ হবে কিনা?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحمن

প্রচলিত পারফিউম সুগন্ধীর অন্তর্ভূক্ত। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধী পছন্দ করতেন।

عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُبِّبَ إِلَيَّ النِّسَاءُ، وَالطِّيبُ

হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ নারী ও খুশবো খুবই প্রিয়। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১২২৯২, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৬৮৭৯, সুনানে নাসায়ী, হাদীস নং-৩৯৪০, আলমুজামুল আওসাত, হাদীস নং-৫৭৭২, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-২৬৭৬, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৩৪৮২}

তাই সুগন্ধীর জন্য পারফিউম ব্যবহারে কোন বিধিনিষেধ নেই। যদি তাতে কোন হারাম বস্তুর সংমিশ্রণ না থাকে।

এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন- https://ahlehaqmedia.com/708

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *