প্রশ্ন
আসসালামুআলাইকুম।
আমি কেরানীগঞ্জ থেকে মুহাম্মদ আশিকুর রহমান লিখছি। আমাদের দাওয়াত ও
তবলীগের অনেক সাথীই একটা কথা বলেন যে, যে বান্দার উপর আল্লাহ তা’আলা
সত্তরবার রহমতের দৃষ্টিতে তাকান, সে আল্লাহর রাস্তায় যাওয়ার তৌফিক পায়।
এই ব্যাপারে কোনো দলিল আছে কি?? শীঘ্রই উত্তর পেলে খুব উপকৃত হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এরকম কোন কথার ভিত্তি আমরা খুঁজে পাইনি। তা’ই আমরা উক্ত কথা বলার অনুমতি প্রদান করতে পারছি না। তা’ই যারা একথাগুলো বলেন, তাদের কাছ থেকে দলীল জেনে নিন।
তবে আল্লাহর রাস্তায় বের হওয়ার অনেক ফযীলত কুরআন ও হাদীসে বিদ্যমান। যা আপনারা ফাযায়েলে আমল ও মুন্তাখাব হাদীসের তাবলীগ অধ্যায় পড়লেই বুঝতে পারবেন। মুন্তাখাব হাদীস গ্রন্থে যেসব হাদীস বর্ণিত সেগুলো ফযীলত হিসেবে বলাই উচিত। অহেতুক নিজের পক্ষ থেকে শব্দ বাড়িয়ে গোনাহের ভাগিদার হওয়া থেকে সতর্ক হওয়া জরুরী।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।