প্রশ্ন
মনে পরিপূর্ণ ঈমান রেখে কোন কারণে শুধু মুখে কুফরের বাক্য উচ্চারণ করাতে কোন ব্যক্তি কাফির হয়ে যাবে? বিস্তারিত বললে ভাল হবে আর বিস্তারিত রেফারেন্স দিলে ভাল হবে
উত্তর
بسم الله الرحمن الرحيم
মনে পরিপূর্ণ ঈমান রেখে প্রাণ রক্ষা করতে কুফরী কথা মুখে বলা জায়েজ আছে। বাকি যদি এমনটি না বলে তাহলেও ব্যক্তি গোনাহগার হবে না। অর্থাৎ কুফরী কথা না বলে নিজের প্রাণের ক্ষতি করলে ব্যক্তি গোনাহগার হবে না। বরং সওয়াব পাবে। যদিও প্রাণ রক্ষার্থে মনে ঈমান রেখে মুখে কুফরী কথা বলা জায়েজ আছে।
তবে নিরূপায় অবস্থা ছাড়া এমনিতে কুফরী কথা বলা খুবই ভয়ানক। খেলাচ্ছলেও কুফরী কথা না বলতে সচেষ্ট থাকা উচিত। কারণ কার মৃত্যু কখন হয়, তার কোন নিশ্চয়তা নেই। তাই এমন ভয়ানক শব্দ বলা থেকে সর্বদাই সতর্ক থাকা উচিত।
مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَٰكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ [١٦:١٠٦]
যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরীর জন্য মন উম্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে শাস্তি। [সূরা নাহল-১০৬]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
thanks bro for reply