প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্ত্রীর তালাকের আবদারের জবাবে স্বামী স্ত্রীকে বলল “তুমি তোমার বাপের বাড়ি চলে যাও” একথা বলার দ্বারা তালাক হবে কি?

স্ত্রীর তালাকের আবদারের জবাবে স্বামী স্ত্রীকে বলল “তুমি তোমার বাপের বাড়ি চলে যাও” একথা বলার দ্বারা তালাক হবে কি?

প্রশ্ন

আমার প্রশ্ন হল, স্ত্রী স্বামীকে বলল, তুমি আমাকে তালাক দিয়ে দাও। তখন স্বামী বলল, “তুমি তোমার বাপের বাড়ি চলে যাও”। একথা বলার দ্বারা কোন তালাক হয়েছে কি?

দয়া করে তাড়াতাড়ি জানালে ভাল হতো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

একথা বলার দ্বারা যদি স্বামী তালাকের নিয়ত করে থাকে, তাহলে এক তালাকে বায়েন পতিত হয়ে গেছে। আর যদি তালাকের নিয়ত না করে থাকে, তাহলে কোন তালাক পতিত হয়নি।

তালাকে বায়েন পতিত হলে পুনরায় মোহন ধার্য করে বিবাহ করে নিতে হয়। বিয়ে না করলে ইদ্দত শেষে উক্ত স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

واما مدلولات الطلاق فهو مثل قوله اذهبى وقومى والحقى باهلك وما شاكلها اذا نوى بهذه الألفاظ يقع بائنا وان قال لم ارد به الطلاق او لم تحضره النية لا يكون طلاقا الخ (الفتاوى التاتارخانية، كتاب الطلاق، الفصل الخامس فى الكنايات-3/315، الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل الخامس فى الكنايات-1/375، البحر الرائق-3/30)

اذا كان الطلاق بائنا دون الثلاث فله ان يتزجها فى العدة وبعد انقضائها، (الفتاوى الهندية، كتاب الطلاق، باب الرجعة-1/472، رد المحتار-5/40، النهر الفائق-2/355

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *