প্রচ্ছদ / ইলম/জ্ঞান/শব্দার্থ / বাইতুল্লাহ শরীফে দুর্ঘটনায় মারা যাওয়া হাজীরা কি শহীদ?

বাইতুল্লাহ শরীফে দুর্ঘটনায় মারা যাওয়া হাজীরা কি শহীদ?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

সম্মানিত মুফতী সাহেব! আপনি নিশ্চয় জেনেছেন গতকাল বাইতুল্লাহ ভয়াবহ দুর্ঘটনায় একশতের উপর হাজী মারা গেছেন। আমার প্রশ্ন হল, উক্ত মৃত হাজীরা শহীদ? তাদের মৃত বলবো না শহীদ বলবো? দয়া জানালে কৃতজ্ঞ হবো।

প্রশ্নকর্তা- আলী আহমাদ।

বাংলাদেশ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

নিঃসন্দেহে দুর্ঘটনায় ইন্তেকাল করা প্রতিটি হাজীই শহীদ। তাদের সাধারণ মৃত বলা উচিত হবে না। তারা “ফী সাবীলিল্লাহ” তথা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আর যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন, তারা সাধারণ মৃত নয় তারা শহীদ।

যারা উক্ত দুর্ঘটনায় শহীদ হয়েছেন, আমরা তাদের জান্নাতুল ফিরদাউস নসীসের দুআ করি। আল্লাহ তাআলা তাদের না করতে পারা হজ্বের সওয়াবও দান করুন। তাদের পরিবারকে সবরে জামীল এখতিয়ার করা ক্ষমতা দান করুন। পরিবারকে তার যিম্মায় হিফাযত করুন। আমীন।

عَنْ نَافِعٍ: أَنَّ رَجُلًا جَاءَ إِلَى ابْنِ عُمَرَ فَقَالَ: إِنَّ رَجُلًا أَوْصَى إِلَيَّ وَجَعَلَ نَاقَةً فِي سَبِيلِ اللَّهِ، وَلَيْسَ هَذَا زَمَانًا يُخْرَجُ إِلَى الْغَزْوِ، فَأَحْمِلُ عَلَيْهَا فِي الْحَجِّ؟ فَقَالَ ابْنُ عُمَرَ: «الْحَجُّ وَالْعُمْرَةُ فِي سَبِيلِ اللَّهِ»

হযরত নাফে থেকে বর্ণিত। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ এর কাছে এসে জিজ্ঞাসা করল,এক ব্যক্তি আমার কাছে এই বলে অসিয়ত করেছে যে, তার উটটি ফী সাবীলিল্লাহে তথা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। আর এখনতো জিহাদ চলছে না,আমি কি এটিতে সওয়ার হয়ে হজ্বে যেতে পারি? হযরত ইবনে ওমর রাঃ বললেন, হজ্ব ও উমরাও ফী সাবীলিল্লাহের অন্তর্ভূক্ত। {সুনানে দারেমী, হাদীস নং-৩৩৪৭}

হাদীসটি সহীহ।

أن جابر بن عتيك أخبره :أن رسول الله صلى الله عليه و سلم قال الشهداء سبعةسوى القتل في سبيل الله المطعون شهيد والغرق شهيد وصاحب ذات الجنب شهيد والمبطون شهيد والحرق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيد

হযরত জাবের বিন আতীক রাঃ থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। ১-মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। ২-পানিতে নিমজ্জিত শহীদ। ৩-শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ। ৪-পেটের রোগ মৃত্যুবরণকারী শহীদ। ৫-আগ্নিদগ্ধ ব্যক্তি শহীদ। ৬-যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ। ৭-সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহীদ। {মুয়াত্তা মালিক, হাদিস নং-৫৫৪, ৮০২, আল মু’জামুল কাবীর, হাদিস নং-১৭৮০, সহীহ কুনুজু সুন্নাতিন নাবাবিয়্যাহ, হাদিস নং-২৩}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *