প্রশ্ন
আলম . সিলেট .
প্রশ্ন হল, লাইলী মজনু প্রেম কাহিনী কী কোন সত্য ঘটনা ? নাকি এটা শুধু একটা উপন্যাস ? আর এটা সত্য হউক বা উপন্যাস- একটা প্রেম কাহিনী দিয়ে বিভীন্য ইসলামিক মাহফিলে বা ইসলামিক বইয়ে বক্তা বা লেখক উদাহরণ কেন টানেন ? যেমন ফাযায়েলে আমলেও হযরত শাইখুল হাদিস (রহ,) লাইলীকে উদ্ধ্যেশ্য করে মজনুর একটা প্রেম বাক্য দিয়ে উদাহরণ দিয়েছেন ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
লাইলী মজনুর প্রেম কাহিনী একটি কাল্পনিক বিষয়। এটি একটি উপমা শুধু। আল্লাহর মোহাব্বত বুঝানোর জন্য এ কাল্পনিক বিষয়ের উপমা টানা হয়ে থাকে।
কোন কিছু বুঝানোর জন্য উপমা উৎপ্রেক্ষা পেশ করা এটি কুরআন ও হাদীস দ্বারাই প্রমাণিত।
যেমন পবিত্র কালামুল্লাহে এসেছে-
১
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ [٧:١٧٦]
অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে। {সূরা আরাফ-১৭৬}
এখানে আল্লাহর নিদর্শনাবলী অস্বিকারকারীদের হালাত বুঝানোর জন্য কুকুরের উপমা টানা হয়েছে।
২
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ ۖ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ ۖ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِن شَجَرَةٍ مُّبَارَكَةٍ زَيْتُونَةٍ لَّا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍ ۗ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَن يَشَاءُ ۚ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ [٢٤:٣٥]
আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। {সূরা নূর-৩৫}
এ আয়াতে আল্লাহর জ্যোতিকে বুঝানোর জন্য প্রদিপের আলোর উপমা ব্যবহার করা হয়েছে।
অথচ প্রদীপের আলো কিছুতেই আল্লাহর নূরের সমমানের বা কাছাকাছি হবার কোন যোগ্যতাই রাখে না। কেবলমাত্র মানুষকে বুঝানোর জন্য এ উপমা উপস্থাপন করা হয়েছে।
এরকম অনেক নজীর পবিত্র কুরআনে বিদ্যমান রয়েছে। যার মূলত কোন অস্তিত্ব আসল বস্তুর সাথে নেই। কিন্তু কেবল বুঝানোর জন্য এসব উপমা উপস্থাপন করা হয়।
হাদীসেও এর ভূরি ভূরি নজীর পাওয়া যায়। যেমন-
যে মহিলা বা পুরুষ স্বামী স্ত্রীর মিলনের কথা অন্য মানুষের সামনে বলে দেয়, তাদের উপমা দিয়ে রাসূল সাঃ ইরশাদ করেছেন-
إِنَّمَا مَثَلُ ذَلِكَ مَثَلُ شَيْطَانَةٍ، لَقِيَتْ شَيْطَانًا فِي السِّكَّةِ فَقَضَى مِنْهَا حَاجَتَهُ وَالنَّاسُ يَنْظُرُونَ إِلَيْهِ، أَلَا وَإِنَّ طِيبَ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ، وَلَمْ يَظْهَرْ لَوْنُهُ أَلَا إِنَّ طِيبَ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَلَمْ يَظْهَرْ رِيحُهُ»
এর উদাহরণ ঐ শয়তানের যে একজন স্ত্রী শয়তানের নিকট যায়, এরপর সে তার নিকট হতে নিজের প্রয়োজন পূর্ণ করে ]অর্থাৎ সহবাস করে] আর লোকেরা স্বচক্ষে তা দেখে। জেনে রেখ! পুরুষের জন্য ঐ আতর ব্যবহার করা উচিত, যার খুশবো অধিক; কিন্তু রং অপ্রকাশ্য। সাবধান! মহিলাদের এরূপ আতর ব্যবহার করা উচিত, যার রং প্রকাশ্য কিন্তু খুশবো অপ্রকাশ্য। [আবু দাউদ, হাদীস নং-২১৭৪}
এ হাদীসে লক্ষ্য করুন! স্বামী স্ত্রীর মিলন অন্য কারো কাছে বলে দেয়াকে উপমা দেয়া হয়েছে শয়তানের সাথে মিলনের সাথে।
এখানে আসলে হাকীকী মিলন উদ্দেশ্য নয়, বরং বিষয়টির ভয়াবহতা তুলে ধরা মাকসাদ।
তেমনি শামায়েলে তিরমিজীর হাদীসে উম্মে যারা পড়লে এসব উপমা উৎপ্রেক্ষার বৈধতার বিষয়টি আরো পরিস্কার হয়ে যাবে।
যাইহোক, মূল কথা হল, লাইলী মজনুর যে উপমা পেশ করা হয়, তা কেবলি উপমা। বাস্তবে এমন কোন পুরুষ বা মহিলা ছিল কি না? তা সঠিক সুত্রে প্রমাণিত নয়। কেবলি একটি বিষয় বুঝানোর জন্য এ উপমাগুলো উপস্থাপন করা হয়ে থাকে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।