وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত সকল কিতাবের রেফারেন্স মূল কিতাব থেকেই প্রদান করা হয় সাধারণত।
যদি হাদীস উদ্ধৃত করা হয়, তাহলে আরবী কিতাবের পৃষ্ঠা বা হাদীস নাম্বার দেয়া হয়। বাংলা অনুবাদকৃত গ্রন্থের হাদীস নাম্বার বা পৃষ্ঠা নাম্বার দেয়া হয় না।
এ কারণে অনেক ভাই আমাদের কাছে বলে থাকেন যে, তারা উক্ত হাদীসের রেফারেন্স খুজে পাচ্ছেন না। আসলে তারা বাংলা অনুবাদ থেকে দেখে থাকেন। তাই তারা খুঁজে পান না।
তাছাড়া প্রকাশনী ভিন্ন হলেও অনেক সময় পৃষ্ঠা ভিন্ন হয় বা হাদীস নাম্বার ভিন্ন হয়। এক্ষেত্রে আমাদের রেফারেন্স দেয়া হাদীস নাম্বারের আশে পাশের হাদীস দেখলেও ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
সেই সাথে মাকতাবা শামেলায় আমাদের উদ্ধৃত হাদীস নাম্বার দিয়ে সার্চ করলেও হাদীসটি পেয়ে যাবেন। কারণ টাইপের ঝক্কি থেকে রক্ষা পেতে সাধারণত আমরা মাকতাবা শামেলা থেকে হাদীস সার্চ করে খুজে নিয়ে থাকি। এবং সেখানকার হাদীস নাম্বার উদ্ধৃত করে থাকি।
এ তথ্যটি সম্মানিত পাঠকের জানা থাকলে আশা করি আমাদের উদ্ধৃত রেফারেন্স যাচাই করতে সুবিধা হবে।
আপনার প্রশ্নকৃত ভিডিওতে উদ্ধৃত বুখারীর হাদীসটির মাকতাবা শামেলা সংস্করণের হাদীস নাম্বার হল ১০২৯, এবং ৯৮৩।
ইন্ডিয়ান ছাপা বুখারীর ১ম খন্ডের ১৪০ নং পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে উক্ত হাদীস। যার হাদীস নং হল ১০১৯।
বাব হল, أَبْوَابُ الِاسْتِسْقَاءِ – بَابُ رَفْعِ النَّاسِ أَيْدِيَهُمْ مَعَ الإِمَامِ فِي الِاسْتِسْقَاءِ
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।