প্রশ্ন
আজানের মাঝে বাক্যের আগপিছ হলে কী করবে? আজান পুনরায় দিতে হবে? যেমন এক ব্যক্তি আজান দিতে গিয়ে “হাইয়্যা আলাস সালাহ” এর আগেই “হাইয়্যা আলাল ফালাহ” বলে ফেলেছে। এখন তার উক্ত আজানের হুকুম কী হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এক্ষেত্রে যেটিকে আগে বলেছে সেটি পুনরায় বললেই আজান শুদ্ধ হয়ে যাবে। নতুন করে আজান দিতে হবে না। যেমন উপরোক্ত সূরতে “হাইয়্যা আলাস সালাহ” বলার পর আবার “হাইয়্যা আলাল ফালাহ” বলবে। এতেই আজান শুদ্ধ হয়ে যাবে। পুনরায় আজান দিতে হবে না।
وَلَوْ قَدَّمَ فِيهِمَا مُؤَخَّرًا أَعَادَ مَا قَدَّمَ فَقَطْ
وقال ابن عابدين الشماى رح: (قَوْلُهُ: أَعَادَ مَا قَدَّمَ فَقَطْ) كَمَا لَوْ قَدَّمَ الْفَلَاحَ عَلَى الصَّلَاةِ يُعِيدُهُ فَقَطْ أَيْ وَلَا يَسْتَأْنِفُ الْأَذَانَ مِنْ أَوَّلِهِ. (رد المحتار، كتاب الصلاة، باب الأذان-2/56
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।