প্রশ্ন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
তারিখ: ১৬-১২-২০১৪ ইং
বরাবর,
লুৎফর রহমান ফরায়েজী
পরিচালক–তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
বিষয়: সঠিক ভাবে ইসলাম সম্পর্কে জানতে কোরআন, হাদিস ও ইসলামী বই পড়া বিষয়ে ।
জনাব,
আমি পাবনা জেলার, আটঘরিয়া উপজেলার, চাঁদভা ইউনিয়নের, হাপানিয়া গ্রামের একজন ব্যক্তি। আমি আপনাদের ‘‘আহলে হক মিডিয়া’’ ওয়েব ঠিকানাটি নিয়মিত পড়াশুনা করি। যার ফলে আমি ইসলামের অনেক খুটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারছি এবং আমল করার চেষ্টা করছি। আর সেই সাথে বিভিন্ন ওয়েব সাইটে বাংলা ভাষায় প্রকাশীত বিভিন্ন পাবলিকেশন্সের অনেক ধরনের ইসলামী বই ডাউনলোড করে পড়াশুনা করছি।
যার তালিকা নিম্নরুপ:
কোরআন শরীফ ও তাফসীর
বইয়ের নাম | অনুবাদক বা সম্পাদকের নাম | প্রকাশক বা পাবলিকেশন্সের নাম |
কোরআন শরীফ | হাফেজ মুনির উদ্দীন আহম্মদ | আল কোরআন একাডেমি লন্ডন |
তাফসীর ইবনে কাসীর | ড: মুহাম্মদ মুজবর রহমান | তাফসীর পাবলিকেশন্স কমিটি |
তাফসীরে জালালাইন | মাওলানা আব্দুল গাফ্ফার শাহপুরী
মাওলানা আমিরুল ইসলাম ফরদাবদী মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জী |
ইসলামী কুতুব খানা |
তাফসীরে মা’আরেফুল-কোরআন | মাওলানা মুহীউদ্দীন খান | ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
তাফসীরে আহসানুল বায়ান | শায়েখ সফিউর রহমান রিয়াজি
শায়েখ মুহাম্মদ হাশেম মাদানী শায়খ মুসলেহুদ্দীন বুখারী শায়েখ মুহাম্মদ ইসমাঈল মাদানী শায়খ জাকির হোসেন মাদানী শায়খ শামসুজ্জোহা রহমানী শায়েখ হাবিবুর রহমান ফায়জী |
ইসলামীক সেন্টার সঊদী আরব |
তাফসীর ফী যিলালিল কোরআন | মওলানা সোলায়মান ফারুখী সহ আরও অনেকে। | আল কোরআন একাডেমি লন্ডন |
আল কোরআনের বিষয় অভিধান | আসাদ বিন হাফিজ | প্রীতি প্রকাশন |
হাদিস শরীফ
বইয়ের নাম | অনুবাদক বা সম্পাদকের নাম | প্রকাশক বা পাবলিকেশন্সের নাম |
সহিহুল বুখারী শরিফ (বাংলা অনুবাদ) | মওলানা কাজী মহতাসিম বিল্লাহ
সহ আরও অনেকে |
ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
সহিহুল বুখারী শরিফ (বাংলা অনুবাদ) | শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সহ আরও অনেকে | তাওহীদ পাবলিকেশন্স |
সহিহুল বুখারী শরিফ (বাংলা অনুবাদ) | মাওলানা আজিজুল হক সাহেব
মাওলা শামসুল হক ফরীদপুরি (র:) |
হামিদিয়া লাইব্রেরী লি: |
সহীহ মুসলিম শরীফ (বাংলা অনুবাদ) | মাওলানা আলফাতুন কায়সার সহ আরও অনেকে | ইসলামিক সেন্টার |
আবু দাউদ শরীফ (বাংলা অনুবাদ) | অধ্যক্ষ্য মুহাম্মদ ইয়াকুব শরীফ
ড. আ.ফ.ম আবু বকর সিদ্দিক সহ আরো অনেকে |
ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
সহীহ আত্ তিরমিযী (বাংলা অনুবাদ) | হুসাইন বিন সোহরাব | হুসাইন আল মাদানী প্রকাশনী |
সুনানু ইবনে মাজাহ (বাংলা অনুবাদ) | মাওলানা মুহাম্মদ এমদাদুল্লাহ সহ আরও অনেকে | ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
সুনানু নাসাঈ শরীফ (বাংলা অনুবাদ) | মাওলানা রেজাউল করিম ইসলামাবাদী | ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
মুয়াত্তা ইমাম মালিক (র:) (বাংলা অনুবাদ) | মাওলানা রেজাউল করিম ইসলামাবাদী | ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
মুসনাদে আহমদ (বাংলা অনুবাদ) | মাওলানা সৈয়দ এমদাদ উদ্দীন
ড. এ,কে,এম নুরুল আলম ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ আরও অনেকে |
ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
এছাড়াও বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, সহিহ আত্ তিরমিযি শরীফ, সানানু ইবনে মাজাহ, সানানু নাসাঈ শরীফ, উক্ত হাদিস গুলোর প্রত্যেকটি হাদিস আরবী ভাষায়, উর্দু ভাষায়, ইংরেজী ভাষায় এবং তামিল ভাষায় অনুবাদ কৃত হাদিস আমার কাছে রয়েছে। এগুলোর মধ্যে ইংরেজি ভাষার এবং আরবী ভাষায় অনুবাদ করা হাদিস গুলো চেষ্টা করলে বুঝতে পারি কিন্তু উর্দু ও তামিল ভাষার অনুবাদ কৃত হাদিস গুলো বুঝতে পারি না।
এখন ইসলামের বিষয়ে বুঝার জন্য আরবী বা উর্দু ভাষার কিতাব পড়াই জরুরি নাকি বাংলা ভাষায় অনুবাদ করা কিতাব পড়লেও হবে।
ইসলামী অন্যন্য বই সমুহের তালিকা (সকল বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করা)
বইয়ের নাম | অনুবাদক বা সম্পাদকের নাম | প্রকাশক বা পাবলিকেশন্সের নাম |
ইসলামী উসূলে ফিকাহ | মুহাম্মদ নুরুল আমিন জাওহার | বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামীক থ্যট |
ইল্মুত্ তাফসীর, ইলমুল হাদীস, ইলমুল ফিকাহ | মুফতী আবু ইউসুফ খান
মাওলানা আতিকুর রহমান ড. মুহাম্মদ নজীবুর রহমান |
ইসলামীক সেন্টার ঢাকা |
সহীহ ফিক্বহুস সুন্নাহ | মাঈনুল ইসলাম মঈন | সালাফী রিসার্চ ফাউন্ডেশন |
শরহু নুখবাতিল ফিকার | মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন | ইসলামিয়া কুতুবখানা |
ফতোওয়া আরকানুল ইসলাম | শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল- উসাইমীন (রহ)
আনুবাদ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী |
ইসলামীক সেন্টার মদিনা |
আল বিদায়া ওয়ান নিহায়া | ড. আহম্মদ আবু মুলহীম সহ অরও অনেকে | ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
রিয়াদুস সালেহীন | মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম | ইসলামীয়া কুরআন মহল |
মা’আরিফুল হাদিস | হাফেয মাওলানা মুজিবুর রহমান | এমদাদিয়া লাইব্রেরী |
খাসায়েসুল কুবরা | মাওলানা মুহীউদ্দীন খান | মদীনা পাবলিকেশন্স |
জুযউ রফইল ইয়াদাঈন | মূল: আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমঈল আল বুখারী | তাওহীদ পাবলিকেশন্স |
আল-আদাবুল মুফরাদ | মূল: আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমঈল আল বুখারী
অনুবাদ: মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী |
ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ
|
জুযউল কিরায়াত | মূল: আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমঈল আল বুখারী
অনুবাদ: খলিলুর রহমান বিন ফজলুর রহমান |
তাওহীদ পাবলিকেশন্স |
নবী (সা: এর সলাত সম্পাদনের পদ্ধতি | মূল: আল্লামা নাসীর উদ্দিন আলবানী (রাহিমাহুমুল্লাহ)
অনুবাদ: আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং আবু রাশাদ আজমল বিন আব্দুন নূর |
রিভাইভ্যাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েত |
কবর ও মাজার সংলগ্ন মসজিদে সলাত আদায়ে সতর্ক হোন! | মূল: আল্লামা নাসীর উদ্দিন আলবানী (রাহিমাহুমুল্লাহ)
অনুবাদ: আহসানুল্লাহ বিন সানাউল্লাহ |
দারম্নস সালাম পাবলিকেশন্স |
আর রাহীকুল মাখতুম | মূল: আল্লামা ষফিউর রহমান মুবারকপুরি (রহ:)
অনুবাদ: আব্দুল খালেক রহমানী ও মুয়ীনুদ্দিন আহমাদ |
তাওহীদ পাবলিকেশন্স |
ইসলামী অন্যন্য বই সমুহের তালিকা (সকল বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করা)
বইয়ের নাম | অনুবাদক বা সম্পাদকের নাম | প্রকাশক বা পাবলিকেশন্সের নাম |
আসহাবে রাসূলের জীবন কথা | মুহাম্মদ আবদুল মা’বুদ
আরবী বিভাগ ঢাকা বিশ্বদ্যিালয় |
ইসলামীক সেন্টার ঢাকা |
হজ্জ, উমরাহ ও যিয়ারত | শায়েখ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহ)
অনুবাদ: আবু মুহাম্মদ আলীমুদ্দিন নদীয়াভী |
ইসলামীক সেন্টার ঢাকা |
হিসনুল মুসলিম | মুহাম্মদ এনামুল হক | ইসলামী গবেষনা ও ফরোওয়া অধিদপ্তর রিয়াদ |
ইসলামের ইতিহাস | মাওলানা আব্দুল মতিন জালালাবাদী সহ অনেকে | ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ |
ইসলাম কি কেন | মূল: মোহাম্মদ মুনযুর নো’’মানী (রহ:)
অনুবাদ: মাওলানা মোহাম্মদ মাহদি হাসান |
মাকতাবুল আশরাফ ঢাকা |
ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতী সমস্যা ও সমাধান | মূল:মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী
অনুবাদ: মাফতি মুহাম্মদ জাবের হোসাইন |
মাকতাবুল আশরাফ ঢাকা |
মিলাদ মাহফিল | মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালীব | হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ |
গুলিসত্মান (ইংজেীতে) | মূল: শেখ মোসলেহ আল দিন সাদী সিরাজী
অনুবাদ: রিসার্চ ফ্রান্সিস বুরটন |
ইরান |
দ্যা বোসত্মান অফ সাদি (ইংজেীতে) | মূল: শেখ মোসলেহ আল দিন সাদী সিরাজী
অনুবাদ: রিসার্চ ফ্রান্সিস বুরটন |
ইরান |
তাবলিগ বিরোধি অপপ্রচারের জবাব | মাওলানা ইজহারুল ইসলাম কাওসারী | ইসলামী দাওয়া এন্ড এডুকশন একাডেমি |
হাদীসের নামে জালিয়াতি | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর | আস সুন্নাহ পাবলিকেশন্স |
বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল | ডা. জাকির নায়েক | পিস পাবলিকেশন ঢাকা |
চাঁদ ও কুরআন | ডা. জাকির নায়েক | পিস পাবলিকেশন ঢাকা |
উপরোক্ত বিষয়ভিত্তিক বই ছাড়াও আরও বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১০০ (একশত) লেখকের কয়েক শত কিতাব আমি ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করেছি। এবং সেগুলো আমি পড়ছি।
এখন আমার প্রশ্ন হলো:
০১। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইট হতে যে সমস্ত বই আমি পড়ছি এগুলো বিশেষ করে কুরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ এবং তাফসীর সমূহের অনুবাদ, সঠিক না ভুয়া এ বিষয়ে আমার উপরে উল্লেখীত বই সমূহের নাম, লেখকের নাম, অনুবাদকের নাম এবং পাবলিকেশনের বিষয় মনোযোগ সহকারে দেখে, পড়ে, বুঝে আমাকে জানাবেন। অথবা আমি যদি নিজেই উপরোক্ত কিতাবের সত্যতা যাচাই করতে চাই তাহলে আমার কি করতে হবে। এগুলো যদি সঠিক হয় তাহলে বুঝে পড়লে আমি কি ইসলামের সঠিক পথ খুজে পাব।
০২। ইসলামের সঠিক বিষয় জানতে চাইলে কোন পাবলিকেশনের বই সবচেয়ে বেশি গ্রহন যোগ্য বলে আপনি মনে করেন এবং তার যুক্তিপ্রমাণ সহ বর্ণনা করবেন।
০৩। ইসলামের বইগুলো আলেম ওলামাদের নিকট গ্রহন যোগ্য হওয়ার জন্য নিম্নোক্ত বিষয়গুলোর মধ্যে কোনটির উপর বেশি প্রাধান্য দেওয়া হয়।
ক) বইটি কোন পাবলিকেশন বা কোন জায়গা হতে প্রকাশ বা সংগ্রহ করা হয়েছে তার উপর?
খ) বইটির লেখক এবং অনুবাদক যিনি তাঁর যোগ্যতা কতটুকু তার উপর?
গ) বইটিতে যা লেখা হয়েছে সেগুলো কুরআন এবং সহিহ হাদিসের সাথে মিল আছে কিনা তার উপর ?
০৪। ফাতাওয়া শামী, তাবয়ীনুল হাক্বায়েক , ফাতাওয়া আলমগীরী, উমদাতুল ক্বারী, ফাতহুল ক্বাদীর, আল বাহরুর রায়েক, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ, ফাতাওয়া তাতারখানিয়া, ফাতাওয়া মাহমূদিয়্যাহ, ফাতওয়ায়ে উসমানী , আল ফাতওয়াল কুবরা আল ফিক্বহিয়্যাহ,রিসালাতুস মাওযুআত,কাশফুল খাফা,মুসনাদুল বাজ্জার,মুসনাদে আব্দুর রাজ্জাক, আলইনসাফ, মাদারে হক, ইন্তিসারুল হক , বজওয়াবে মিয়ারে হক, আলমুআফাকাত, আলমাজমূহ শরহুল মুহাজ্জাব, মুসনাদে আব্দ বিন হুমাইদ, সহীহ ইবনে হিব্বান, তাহতাবী আলা মারাকিল ফালাহ,কালিমাতে তায়্যিবাত,শরহু নুখবাতিল ফিকার,হাশিয়াহ ইবনে আবেদীন,ওয়া হুকমুহু ফী যুইল কিতাব ওয়াস-সন্নাহ,আল-মুসতাফা, ইহকাম, ‘আল-মুকাদ্দিমা,মুসনাদে আবী ইয়ালা, মাযামাউজ যাওয়ায়েদ, ছালেহ ফুল্লানী, ইক্বাযু হিমাম, কেফায়াতুল মুফতী,আহসানুল ফাতাওয়া, আব্দুল হক্ব ওয়া ফায়যুল কারীম সিন্ধী “ফাতহুল ওদূদ ফী তাহক্বীকি রফয়ে ইয়াদাইন ইনদাস সুজূদ” সিফাতু সালাতিন নাবী, ফাতাওয়া উলামায়ে হাদীস , সহীহ ইবনে খুজাইমা, মুসনাদে আবী আওয়ানা, মুসনাদে আবী ইয়ালা, সুনানে নাসায়ী কুবরা, সুনানে বায়হাকী কুবরা, সুনানে দারেমী, তাফসীরে নাঈমী|
এই ধরনের যত কিতাব আছে এ গুলো তো মানুষেরা লিখেছে তাহলে এই সকল কিতাবের কি সকল কথাই সঠিক না ভুল ভ্রান্তি আছে। আর যদি ভুল থাকে তাহলে সেই ভুল গুলো সনাক্ত করার উত্তম পদ্ধতী কি। আর যদি ভুল ভ্রান্তি থাকে সে ক্ষেত্রে আমরা কি করবো।
০৫। শরহে বুখারী বলতে কি বুঝায় এবং এই কিতাবের কথাগুলো কতটুকু গ্রহণ যোগ্য। আর কুরআন এবং হাদিসের কিতাব গুলো বুঝে পড়ে ইসলামকে জানার জন্য আরবী বা উর্দু ভাষার কিতাব পড়াই জরুরি নাকি বাংলা ভাষায় অনুবাদ করা কিতাব গুলো পড়লেও হবে।
আশা করি আমার এই সমস্ত প্রশ্ন গুলোর উত্তর আলাদা-আলাদা ভাবে দিয়ে আমাকে ইসলামের সঠিক বিষয়গুলো বুঝিয়ে পড়ার সহযোগিতা করবেন। উক্ত প্রশ্ন গুলোর উত্তর যদি লিখিত ভাবে আপনি আমার ই-মেইলে পাঠাতেন তাহলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকতাম এবং নিশ্চিন্তে বই গুলো পড়া শুরু করতাম। আর তার উপর আমল করে আমার জীবন আখেরাতের জন্য প্রস্তুত করতাম। ইনশাআল্লাহ।
নিবেদক
মুহাম্মদ আব্দুল হাই
গ্রাম: হাপানিয়া
ডাকঘর: বেরুয়ান
উপজেলা: আটঘরিয়া
জেলা: পাবনা।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আপনার প্রশ্নটি অনেক দীর্ঘ। সেই সাথে অনেক বিষয় একত্রিত হয়েছে। তাই প্রথমে আমরা আমাদের মত আপনার প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর উত্তর দেয়া হবে।
আপনার প্রশ্নগুলো হল
১
আপনার পঠিত বা সংগৃহিত বইগুলোর মাঝে কোনটি সঠিক ও কোনটি সমস্যাযুক্ত? তা নির্ণিতকরণ।
২
কোনটি সঠিক? কোনটি বেঠিক তা কি আপনি নিজেই যাচাই করে দেখতে পারবেন কিনা? করলে কিভাবে?
৩
ইসলাম বিষয়ে সঠিক ধারণা পেতে কোন প্রকাশনীর বই বেশি গ্রহণযোগ্য?
৪
লিখিত গ্রন্থাবলীর সঠিকতা ও ভুল যাচাইয়ের পদ্ধতি কি?
৫
শরহে বুখারী বলতে কী বুঝায়?
৬
দ্বীন সম্পর্কে জানতে আরবী ও উর্দু ভাষায় লিখিত কিতাব পড়া কি জরুরী? নাকি বাংলায় অনূদিত গ্রন্থ পড়লেও চলবে?
এই হল আপনার প্রশ্ন। এবার সিরিয়াল অনুপাতে উত্তরগুলো খেয়াল করুন।
১ম প্রশ্নের জবাব
বইয়ের নাম ধরে বলার চেয়ে শুধু প্রকাশনীর নামগুলো উল্লেখ করে দিচ্ছি। যাতে করে সংক্ষেপে বিষয়টি পরিস্কার হয়।
উপরোক্ত বইগুলোর মাঝে যে প্রকাশনীর বই পড়া যাবে না তার লিষ্ট হল
১-
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামীক থ্যট
২
ইসলামীক সেন্টার ঢাকা
৩
সালাফী রিসার্চ ফাউন্ডেশন
৪
ইসলামীক সেন্টার মদিনা
৫
ইসলামীয়া কুরআন মহল
৬
তাওহীদ পাবলিকেশন্স
৭
রিভাইভ্যাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েত
৮
দারুস সালাম পাবলিকেশন্স।
৯
পিস পাবলিকেশন্স
১০
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ।
১১
ইসলামী গবেষনা ও ফতোয়া অধিদপ্তর রিয়াদ।
১২
হুসাইন আলমাদানী প্রকাশনী।
১৩
আলকুরআন একাডেমী লন্ডন।
১৪
ইসলামীক সেন্টার সৌদী আরব।
১৫
তাফসীর পাবলিকেশন্স কমিটি।
১৬
প্রীতি প্রকাশন।
উপরোক্ত প্রকাশনীগুলোর অধিকাংশ বইগুলো ফিতনা নির্ভর।মাঝে মাঝে কিছু ভাল বই রয়েছে। কিন্তু কোনটি ভাল? আর কোনটি খারাপ? তা আপনি নির্ণিত হয়তো করতে পারবেন না। তাই এসব প্রকাশনীর বই সম্পূর্ণ বর্জন করতে হবে।
এছাড়া উপরোক্ত লিষ্টের বাকি প্রকাশনীর বইগুলো পড়তে পারেন। তবে ইসলামী ফাউন্ডেশনের বইয়ের ক্ষেত্রে একজন বিজ্ঞ আলেমের পরামর্শে পড়া উচিত। কারণ এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যে সরকার ক্ষমতায় যায়। তাদের মতাদর্শী অনুপাতে ধর্মীয় বই প্রকাশিত হয়। তাই এটি একটি অনিরাপদ প্রকাশনী। এক্ষেত্রে বিজ্ঞ হক্কানী আলেমের পরামর্শ ছাড়া ইসলামী ফাউন্ডেশনের বই পড়া উচিত হবে না।
২য় প্রশ্নের জবাব
একজন রোগী আসলে ডাক্তারী দুই বইয়ের মাঝে পার্থক্য নির্ণয় করতে যাওয়া হাস্যকর বিষয়। তাই এটি আসলে যারা আলেম নয় তাদের কাজ নয়। তবু অনেক ক্ষেত্রে কিছুটা বুঝে আসে। কিন্তু পূর্ণ বুঝ আসলে আলেম ছাড়া হওয়া অসম্ভব। যেমন ডাক্তারী বইয়ের পার্থক্য ডাক্তার ছাড়া পূর্ণভাবে বুঝা অসম্ভব।
এক্ষেত্রেও আপনাকে হক্কানী কওমী আলেমদের শরণাপন্ন হতে হবে। বাকি অনেক সময় আপনি নিজেও আল্লাহ প্রদত্ব ব্রেইন দিয়ে হক বাতিল বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে আলেমদের মাধ্যমে বুঝাটাই নিরাপদ।
৩য় প্রশ্নের জবাব
এটি আসলে আপেক্ষিক বিষয়। এক বা দু’টি প্রকাশনী নয় এখন প্রকাশনীর ছড়াছড়ি। তাই নির্দিষ্ট করে এক দু’টি প্রকাশনীকে নির্ভরযোগ্য বলা আসলে ঠিক না। অনেক প্রকাশনীই নির্ভরযোগ্য। যেমন মাকতাবাতুল আশরাফ, মাকতাবুল আজহার, মাকতাবুল আবরার, হাকীমুল উম্মত লাইব্রেরী, থানবী লাইব্রেরী, এমদাদিয়া লাইব্রেরী, ইসলামিয়া লাইব্রেরী, রাহনূমা লাইব্রেরী ইত্যাদি। এমন আরো অনেক প্রকাশনী আছে। যা আপনি বাংলাবাজারের ইসলামী টাওয়ারে গেলেই দেখতে পাবেন।
আমরাতো কিছু লাইব্রেরীর নাম বললাম। এরকম আরো অনেক লাইব্রেরী আছে, যারা সঠিক বই প্রকাশ করে। এক্ষেত্রেও বই ক্রয় করার পূর্বে একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নেয়া নিরাপদ পদ্ধতি হবে।
৪র্থ প্রশ্নের জবাব
কুরআন, সুন্নাহ ইজমা কিয়াস এবং সাহাবায়ে কেরাম, তাবেয়ী, তাবে তাবেয়ীগণ, ফুক্বাহায়ে কেরাম, মুজতাহিদ ইমামগণ এবং উলামায়ে সালাফের সমঝ ও আমল অনুপাতে বইটির বক্তব্য সঠিক কি না?
যদি সঠিক হয়, তাহলে বই সঠিক। যদি গড়মিল হয়, তাহলে বইটিতে সমস্যা আছে।
৫ম প্রশ্নের জবাব
শরহুন মানে হল ব্যাখ্যা। শরহে বুখারী মানে হল বুখারীর ব্যাখ্যাগ্রন্থ। যেমন ফাতহুল বারী, উমদাতুল কারী, ফাইজুল বারী ইত্যাদি।
৬ষ্ঠ প্রশ্নের জবাব
নির্দিষ্ট কোন ভাষার কিতাব পড়া জরুরী নয়। জরুরী হল সঠিক গ্রন্থটি পড়া। আপনি যে ভাষায়ই পড়ুন না কেন? যদি সঠিক পদ্ধতিতে সঠিক মাসআলা ও সঠিক আকিদা লিপিবদ্ধ হয়, তাহলে সেটিই সহীহ দ্বীন জানার জন্য যথেষ্ট। আর গলদ কিতাব আপনি আরবী পড়ুন বা উর্দু পড়ুন কিংবা বাংলা পড়ুন, যেটি পড়ুন, সেটিই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
তাই ভাষা মুখ্য নয়। মুখ্য হল বইটি সঠিক কি না?
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
Prosnokorta to “ahlehaqmedia” thekeo onek valo valo boi download korte paren. Ete unar akidao thik hobe,onek vranto motobad somporkeo jante parben ar sohih akida o masayel dolil soho jante parben
এতো দিন ধরে আহলে হক মিডিয়ার মতো একটা অন লাইন ওয়েব সাইট খুজ করছিলাম।