প্রশ্ন
আসসালামু আলাইকুম। আমি নাসির উদ্দিন রনি।ঢাকা মিরপুর।
আমার প্রশ্ন-
রোমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দী করে রাখেন।কোন কোন দেশে বাংলাদেশের থেকে এক দিন আগে রোজা/রোমজান মাস শুরু হয়।সেসব দেশে কি বাংলাদেশের থেকে একদিন আগেই শয়তানকে আল্লাহ পাকড়াও করেন? আর আমাদের দেশে একদিন পরে রোমজান শুরু হয়,তবে কি বাংলাদেশে একদিন পরে শয়তানকে বন্দী করা হয়?
ইবলিশ শয়তান তো একটাই।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এটি খুবই স্বাভাবিক যুক্তিগ্রাহ্য বিষয়। যে এলাকায় যখন থেকে রমজান শুরু তখন থেকে উক্ত এলাকার জন্য শয়তান বন্দি। যেখানে রমজান শুরু হয়নি, সেখানের জন্য বন্দি নয়।
বিঃদ্রঃ এমন অপ্রয়োজনীয় প্রশ্ন না করার অনুরোধ রইল
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।