প্রশ্ন
মোঃ সাজিদ সরকার। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট।
ইয়াজিদ কি ভাল না খারাপ? । হোসাইন (রাদি:) সাথে এমন আচরণ করায় ওনিকি মুসলমান রয়েছেন? । কারবালার সঠিক ইতিহাস জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
এ বিষয় সম্পর্কে জানার উপর আমাদের দ্বীন ও ঈমান নির্ভরশীল নয়। তাই এ বিষয়ে বেশি ঘাটাঘাটি করার কোন প্রয়োজন নেই। একথা দিবালোকের ন্যায় সত্য যে, হযরত হুসাইন রাঃ উপর জুলুম হয়েছে। তাকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। তিনি হকের উপর ছিলেন। মাজলুম ছিলেন।
কিন্তু এর জন্য এজিদ কতটুকু দায়ী? এ বিষয়টি যেহেতু কুরআন ও হাদীস দ্বারা নয়, বরং ইতিহাসের উপর নির্ভরশীল। আর এ বিষয়ক অধিকাংশ ইতিহাসই শিয়াদের দ্বারা লিখিত। আর ইতিহাসে সত্য মিথ্যার মারাত্মক মিশ্রণ রয়েছে। তাই এজিদের অবস্থান নিয়ে সরাসরি কিছু না বলাই উচিত। চুপ থাকাই সবচে’ নিরাপদ। অমুসলিম বলাতো কিছুতেই বৈধ হবে না। কারণ কাফের হবার কোন সত্যিকার কারণ তার থেকে সঠিক ইতিহাস দ্বারা প্রমাণিত নয়। তাই একজন মুসলমানকে কাফির বলা কিছুতেই জায়েজ হবে না।
এ কারণে এ বিষয়ে নিশ্চুপ থাকাকেই আমরা নিরাপদ মনে করি। তিনি তার আমল নিয়ে কবরে চলে গেছেন। হাশরের ময়দানেই বিচার হবে হক ও বাতিলের। আমরা অযথা এ বিষয়ে মুখ খুলে নিজেকে বিপদগ্রস্থ করার কোন মানে হয় না।
আর এ বিষয়ে বাংলা ভাষায় ৩টি বই পড়তে পারেন-
১- মাওলানা মইনুদ্দীন খান অনূদিত “জীবন সায়াহ্নে মানবতার রূপ”।
২-মুফতী ফজলুল হক আমিনী রহঃ রচিত “কারবালার ইতিহাস”।
৩- মুফতী মানসুরুল হক রচিত “ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস”।
ইত্যাদি গ্রন্থগুলো পড়তে পারেন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।