প্রশ্ন
السلام عليكم
ورحمةالله
হযরত কেমন আছেন?
প্রশ্নঃ হযরত, বেয়াদবি মাফ করবেন; একই বিষয় সংক্রান্ত বিধায় অনেকগুলো প্রশ্ন একসাথে রাখছি। ১. জায়নামায বিছিয়ে নামাজ পড়া সুন্নাত নয় কি? এক ভাই বলল এটা সুন্নতের কিছু না। ঢাকায় এক মসজিদে নামাজ পড়তেছি, পাশে এক মুরব্বী বলে উঠল- হাজার হাজার মানুষ নামাজ পড়ে এটা লাগে না, উনি আবার ঠঙ করে!!
২. জায়নামাযের উপর জায়নামাজ বিছিয়ে নামায পড়া ঠিক কি?
৩. শীতের দিনে মসজিদে বিছানো কার্পেটে জায়নামাযের ছবি আকা থাকে, তাতে জায়নামাযের নেকি পাওয়া যাবে কি?
৪. জায়নামায বিছিয়ে নামাজ পড়ার ফজিলত?
হযরত, সবশেষে আবারও মাফ চাই॥
Redwan Hussain Rahat, Barguna.
উত্তর
وعليكم السلام ورحنة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জায়নামায বিছিয়ে নামায পড়া সুন্নত নয়। সেই সাথে আলাদা কোন ফযীলতের বিষয়ও নয়। নামায শুদ্ধ হবার জন্য নামাযের স্থান পবিত্র হওয়া আবশ্যক। সেই হিসেবে জায়নামায বিছানো হয়ে থাকে। সুন্নত হিসেবে নয়।
মূলত দুই কারণে জায়নামায বিছানো হয়ে থাকে। যথা-
১-পবিত্র স্থানে নামায পড়ার জন্য।
২-আরামের জন্য।
সুন্নত বা সওয়াবের কাজ হিসেবে নয়।
এমন নকশীদার কার্পেট বিছানো যাতে করে নামাযে খুশু খুশু নষ্ট হয়, তাহলে তা মাকরূহ হবে।
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي» (صحيح البخارى، رقم الحديث-373)
اراذ بالمكان موضع القدم والسجود فقط…… ولو صلى على بساط وعلى طرف منه نجاسة فالأصح انه يجوز كبيرا كان او صغيرا، (البحر الرائق، كتاب الصلاة، باب شروط الصلاة-1/267-268، وكذا فى الهندية، كتاب الصلاة، الباب الثالث فى شروط الصلاة، الفصل الثانى-1/61-62)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
Subhan Allah
100 % ok answere
Subhan Allah
ami aurow jante chai ,