প্রশ্ন
আসসালামু আলাইকুম
মো: আল ইমরান
থানা: রাঙ্গাবালী
জেলা: পটুয়াখালী.
হযরত সম্প্রতি একটা ভিডিও ফেসবুকে আলোরন সৃষ্টি করেছে। যেখানে দেখানো
হয়েছে যে, কিভাবে কদরের রাত্রিতে ফেরেশতারা আসেন। আমার সওয়াল. এটা কি
সত্য কি মিথ্যা.. কোরআন হাদীসে কি আছে ফেরেশতাদের আকৃতি সম্পর্কে কিংবা
কাবা ঘরে আসার ব্যাপারে যেটা ভিডিও তে দেখানো হয়েছে?
[আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আমি এটা আপলোড করে দিতে পারিনি। কারণ
গ্রাম্যএলাকা যার কারনে ইন্টারনেট গতি কম। তাই আমি সেয়ার করা ফেসবুকের
পেইজ এর ঠিকানা এবং ফেসবুক থেকে সরাসরি ডাউনলোড লিংক দিলাম ]
ফেসবুকে শেয়ার কৃত পেইজ:-
https://m.facebook.com/story.php?story_fbid=714190955363573&id=100003180254920&refid=17&_ft_
ডাউনলোড :- https://scontent-lax.xx.fbcdn.net/hvideo-xpf1/v/t42.1790-2/10305767_1500230403521933_478406869_n.mp4?oh=987a6077ff75e75686c0b1885690e0bf&oe=54EC413F
আর আমার বিষেশ নিবেদন এই যে এটা যেন খুব তারাতারি তাহকীক করে জানানো হয়
যাতে আমরা এর ভাল খারাপ বুজতে পারি এবং এর খারাপ থেকে বেচে থাকতে পারি.
আমি জানি যে আপনাদের কাছে আনেক সওয়াল জমা আছে তার পরও সার্বিক দিক
বিবেচনা করে এটার উওর জানাবেন.
আসসালামু আলাইকুম
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআন ও হাদীসের ভাষ্য অনুপাতে ফেরেশতাদের আকৃতি আছে তা পরিস্কার প্রমাণিত। কিন্তু আকৃতি কেমন তা আল্লাহ তাআলাই ভাল জানেন। এ বিষয় বিস্তারিত কিছুই আসেনি। তাই এসব বিষয় নিয়ে অহেতুক আলোচনা করার কোন প্রয়োজনই নেই। আর যা কেউ দেখেনি। আর কোন উম্মতীদের জন্য তা সাধারণত দেখা সম্ভবপর নয়। এসব বিষয় নিয়ে কাল্পনিক ফিল্ম বানানো সম্পূর্ণ নাজায়েজ। তা ইসলামী আকিদাগত বিষয় নিয়ে ঠাট্টা করা ছাড়া কিছুই নয়। তাই এসব ফিল্ম বানানো এবং দেখা উভয়ই নাজায়েজ।
আর ফেরেশতারা শবে কদরের রাতে আসেন একথা পবিত্র কুরআন দ্বারা প্রমাণিত। কিন্তু তাদের আসাটা ভিডিও করা অসম্ভব বিষয়। আর কোনদিন শবে কদর তা’ও স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ বুঝতে পারে না। তাই এর ভিডিও করা অবিশ্বাস্য কথা। এসবই গুজব। এসব বিষয় নিয়ে অহেতুক মাথা ঘামানোর কোন মানে হয় না।
জিবরাঈল আঃ এর ব্যাপারে এক হাদীসে রাসূল সাঃ ইরশাদ করেন-
وَرَأَيْتُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ، فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا دَحْيَةُ
আর আমি জিবরাঈল আঃ কে দেখেছি, প্রায় দিহয়ায়ে কালবীর আকৃতির মতই। {সহীহ মুসলিম, হাদীস নং-১৬৭}
আর এমন স্পর্শকাতর বিষয় ভাল করে তাহকীক ছাড়াই ছড়ানো খুবই গর্হিত কাজ। পবিত্র কুরআনে এ বিষয়ে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে। ইরশাদ হচ্ছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ [٤٩:٦]
মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে,তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও। {সূরা হুজরাত-৬}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
কবরের আজাব নামে একটি ফিল্ম/ভিডিও পাওয়া যায়♩ভিডিওটিতে কাল্পনিক ভাবে আজরাইল (আ) কে ও কবরে শাস্তি দেখানো হয়…
এই ক্ষেত্রেও কি উপরের হুকুম?
হ্যা।