প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / বাইশে রজবের শিরনী পাকানোর প্রথা সাহাবী বিদ্বেষের আলামতঃ তাই তা বর্জনীয়

বাইশে রজবের শিরনী পাকানোর প্রথা সাহাবী বিদ্বেষের আলামতঃ তাই তা বর্জনীয়

প্রশ্ন

রজব মাস চলে এল। এ রজব মাসের ২২ তারিখ অনেককেই দেখা যায় ফিরনী পাকায়। তারপর তা বাড়িতে বাড়িতে বন্টন করে থাকে। এটি কখন থেকে শুরু হয়েছে। কারা শুরু করেছে? এটির কোন প্রমাণ আছে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রচলিত উক্ত প্রথাটির আবিস্কারক শিয়া ধর্মাবলম্বীরা। এটি আহলে সুন্নত ওয়াল জামাতের কোন বিষয় নয়।

শিয়াদের বিশ্বাস মতে এদিন হযরত ইমাম জাফর সাদিক জন্মগ্রহণ করেছেন। সেই খুশিতে তারা এ রুসুম পালন করে থাকে।

কিন্তু সত্য কথা হল এদিন জাফর সাদিক জন্ম গ্রহণ করেননি। তিনি জন্ম গ্রহণ করেছেন ৮০ বা ৮৩ হিজরীর ৮ই রমজানে।

সুতরাং বাইশে রজবের সাথে জাফর সাদিক রহঃ এর কোন সম্পর্কই নেই। এটি সম্পূর্ণ মিথ্যা কথা।

আসলে বাইশে রজবের সাথে সম্পর্ক হল রাসুল সাঃ এর একজন প্রিয়ভাজন সাহাবী হযরত আমীরে মুয়াবিয়া রাঃ এর। এ মহান কীর্তিমান সাহাবী বাইশে রজব ইন্তেকাল করেছেন। [দেখুন তাফসীরে তাবারী, হযরত মুয়াবিয়া রাঃ এর মৃত্যু অধ্যায়]

এর দ্বারা পরিস্কার হয়ে যায়, হযরত মুয়াবিয়া রাঃ এর দুশমন শিয়ারা হযরতের ইন্তেকালের খুশিতে এ জঘন্য উৎসব পালন করে থাকে। কিন্তু তাদের এ ঘৃণ্যতার উপর পর্দা ঢালার জন্য মিথ্যাচার করে বলে এদিন জাফর সাদিক জন্ম গ্রহণ করেছেন।

সুতরাং বুঝা গেল এটি মূলত মুয়াবিয়া রাঃ এর দুশমনদের উৎসব। মুসলমানদের নয়। তাই এ কর্ম থেকে সকলকে বিরত থাকা জরুরী।

এটি সুষ্পষ্ট বিদআত ও সাহাবী বিদ্বেষী হবার উৎসব হবার কারণে ঈমান বিধ্বংসী উৎসবও। তাই তা পরিহার করা প্রতিটি মুসলমানদের জন্য আবশ্যক।

وحدثنى عمر قال: حدثنا على قال: بايع أهل الشام معاوية رضى الله عنه بالخلافة فى سنة 37، فى ذى القعدة…… وسلم له الأمر سنة 41، لخمس بقين من شهر ربيع الأول، فبايع الناس جميعا معاوية رضى الله عنه، فقيل: عام الجماعة، ومات بدمشت سنة 160 هـ يوم الخميس لثمان بقين من رجب، (تاريخ ابن جرير الطبرى، سنة ستين، وفاة معاوية بن ابى سفيان-4/239)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *