প্রশ্ন
আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহ্, হযরত
মুফতি সাহেব দাঃবাঃ
এক ব্যক্তির এক ছেলে মাদ্রাসায় পড়ে। ঐ মাদ্রাসার যে সকল শিক্ষক ঐ ছেলেকে পড়ায় তাদেরকে ঐ ব্যক্তি(ছেলের পিতা) হাদিয়া দিতে পারবে কিনা?
জানিয়ে বধিত করবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, দিতে পারবে। তবে পরীক্ষার সময় ছেলেকে পরীক্ষায় পাশ করানোর নিয়তে দিলে দেয়া জায়েজ হবে না। কেননা, তাহলে এটি ঘুষ হয়ে যাবে। আর ঘুষ দেয়া ও নেয়া উভয়ই হারাম।
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ ” قَالَ يَزِيدُ: ” لَعْنَةُ اللهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي
হযরত আব্দুল্লাহ বিন আমর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ ঘুষদাতা ও ঘুষগ্রহীতার উপর অভিশাপ করেছেন। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৭৭৮}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।