প্রচ্ছদ / প্রশ্নোত্তর / চাকরি সুবাদে কোথাও অবস্থান করলে সেখানে পনের দিনের কম থাকার নিয়তে আসলে কসর পড়বে কি?

চাকরি সুবাদে কোথাও অবস্থান করলে সেখানে পনের দিনের কম থাকার নিয়তে আসলে কসর পড়বে কি?

প্রশ্ন

সালাম।

হযরত আমার প্রশ্ন হল, আমার মূল বাড়ি ময়মনসিংহ। কুমিল্লায় চাকরির সুবাদে বাসা নিয়ে থাকি। তো আমি যদি চট্টগ্রাম সফরে যাই। ফিরার পথে কুমিল্লায় চার পাচদিন অবস্থান করে গ্রামের বাড়ি ময়মনসিংহে যেতে চাই। তাহলে কুমিল্লাতে থাকা চার পাচদিন কি আমি কসর পড়বো নাকি পূর্ণ নামায পড়বো? দয়া জানালে ভাল হয়।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি কুমিল্লাতে আপনার অবস্থানের সামানপত্র বাকি থাকে, তাহলে মুসাফির হবেন কি না? এ বিষয়ে বিজ্ঞ মুফতিয়ানে কেরামের মাঝে মতভেদ আছে। বেশ কিছু উলামায়ে কেরাম যেমন মুফতী রশীদ আহমাদ লুধিয়ানবী রহঃ, মুফতী আব্দুর সাত্তার রহঃ, মুফতী ফরীদুদ্দীন রহঃ পূর্ণ নামায পড়ার কথাই বলেছেন। অর্থাৎ লোকটি মুসাফির হবে না। বরং সে মুকিমই থাকবে। {ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া-২/৫০৯, আহসানুল ফাতাওয়া-৪/৯৮, খাইরুল ফাতাওয়া-২/৬৮৭}

وَلَوْ كَانَ لَهُ أَهْلٌ بِالْكُوفَةِ، وَأَهْلٌ بِالْبَصْرَةِ فَمَاتَ أَهْلُهُ بِالْبَصْرَةِ وَبَقِيَ لَهُ دُورٌ وَعَقَارٌ بِالْبَصْرَةِ قِيلَ الْبَصْرَةِ لَا تَبْقَى وَطَنًا لَهُ؛ لِأَنَّهَا إنَّمَا كَانَتْ وَطَنًا بِالْأَهْلِ لَا بِالْعَقَارِ، أَلَا تَرَى أَنَّهُ لَوْ تَأَهَّلَ بِبَلْدَةٍ لَمْ يَكُنْ لَهُ فِيهَا عَقَارٌ صَارَتْ وَطَنًا لَهُ، وَقِيلَ تَبْقَى وَطَنًا لَهُ؛ لِأَنَّهَا كَانَتْ وَطَنًا لَهُ بِالْأَهْلِ وَالدَّارِ جَمِيعًا فَبِزَوَالِ أَحَدِهِمَا لَا يَرْتَفِعُ الْوَطَنُ كَوَطَنِ الْإِقَامَةِ يَبْقَى بِبَقَاءِ الثَّقَلِ وَإِنْ أَقَامَ بِمَوْضِعٍ آخَرَ اهـ (البحر الرائق، كتاب الصلاة، باب المسافر-2/136، مجمع الانهر شرح ملتقى الابحر-1/164)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব,আল্লহ আপনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন।বিনয়ের সাথে একটি সমস্যার সমাধান জানতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *