প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ইমাম আবু হানীফা রহঃ এর ছাত্রগণ কেন তার উস্তাদের বিরোধীতা করলেন?

ইমাম আবু হানীফা রহঃ এর ছাত্রগণ কেন তার উস্তাদের বিরোধীতা করলেন?

প্রশ্ন

আস সালামু আলাইকুম,

জনাব,

ইদানিং একট প্রশ্নের সম্মুখিন হচ্ছি, তাহলো, সাহেবাইন (ইমাম আবূ ইউসুফ
এবং ইমাম মুহাম্মাদ) রহিমাহুমাল্লাহ ইমাম আবূ হানীফা (রহ.) এর শাগরেদ
ছিলেন, তদুপরিও ফিকহের কিতাব সমূহে অনেক অনেক মাসআলা এমন যে, তাঁরা ইমাম
আবূ হানীফা (রহ.) থেকে ভিন্ন মত দিয়েছেন। এটা কি ফিক্বহে হানাফীর খুঁত নয়
কি ?
আর সাহিবাইন (রহ.) উভয়ে কি ইমাম আবূ আবূ হানীফা (রহ.) এর মুকাল্লীদ ছিলেন না ?

জানিয়ে বাধিত করবেন।

নিবেদক

শামীম
উপশহর, রাজশাহী।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এমন কথা যারা বলে থাকেন, তারা আসলে বিরোধিতা আর গবেষণার অর্থই বুঝেন না। এ বিষয়ে দু’টি পয়েন্ট ভাল করে বুঝতে হবে। যথা-

ইমাম আবু হানীফা রহঃ যদি শুধু নিজের মতকেই প্রতিষ্ঠা করতে চাইতেন তাহলে তার ছাত্রদের নিয়ে বোর্ড গঠন করে মাসআলার সমাধান করার কাজ হাতে নিতেন না। বরং আলবানী রহঃ এর মত ইচ্ছেমত নিজের একটি মত লিখে সেটিই জাতির সামনে উপস্থাপন করে দিতেন। কিন্তু তিনি তা করেননি। বরং ইসলামের সঠিক ব্যাখ্যা এবং কুরআন ও সুন্নাহের সঠিক উদ্দেশ্য  মুসলিম উম্মাহের সামনে আসুক তিনি সেটিই চেয়েছিলেন। তাই তিনি বোর্ড করে গবেষণা করে পরামর্শ করে সিদ্ধান্ত প্রদাণ করতেন। যা পরিস্কার বুঝায় আমরা একজন ব্যক্তিকে নয় বরং গবেষক বোর্ডের ফাতওয়া মানি। নির্দিষ্ট ব্যক্তিকে নয়।

মূলত অন্যদের কথার উপর ফাতওয়া হলেও সেটিও ইমাম আবু হানীফা রহঃ এর বক্তব্যই থাকে। কারণ তিনি যখন কোন মাসআলাকে উপস্থাপন করতেন, তখন সেই মাসআলার সম্ভাব্য হুকুম বলে দিতেন। যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত ইত্যাদি। তারপর সবার মতামত জানতে চাইতেন। তখন উপস্থিত ফক্বীহগণ তাদের নিজেদের ইলম ও সমঝের আলোকে নিজেদের অবস্থান তুলে ধরতেন। এর মাঝে সব ক’টি বিষয়ই ইমাম আবু হানীফা রহঃ এর উপস্থাপিত হুকুম। কিন্তু তিনি নিজেও একটি হুকুমকে প্রাধান্য দিতেন। বাকিরাও তাদের মতকে বলতেন। তখন যার মতটি অধিক দলীল সমৃদ্ধ ও যৌক্তিক মনে হয় সেটির উপর সিদ্ধান্ত হতো। সেটিই ফিক্বহে হানাফী হিসেবে স্বীকৃতি পেত। আর সবাই যে মতগুলো দিত সেগুলো একেতো ইমাম আবু হানীফা রহঃ এরই একাধিক মতের একটি। আর দ্বিতীয়ত সবাই সেসব বিধানগুলো বলতেন ইমাম আবু হানীফা রহঃ এরই মূলনীতি অনুসরণ করে। তাই ইমাম আবু হানীফা রহঃ এর একমতের উল্টো ফাতওয়া হওয়ায় সেটির দ্বারা ইমাম আবু হানীফা রহঃ এর বিরোধিতা প্রমানিত হয় না। বরং ইমাম আবু হানীফা রহঃ এর কথা এবং মূলনীতিই অনুসরণ করা হয়ে থাকে।

তাই এ অভিযোগ উত্থাপন করা আহমকী বৈ কিছু নয়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব,আল্লহ আপনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন।বিনয়ের সাথে একটি সমস্যার সমাধান জানতে …

No comments

  1. সুবহানাল্লাহ! উত্তর যুক্তিপূর্ণ হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *