প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / ঈদ ও জুমআয় সাহু সেজদা নেই?

ঈদ ও জুমআয় সাহু সেজদা নেই?

প্রশ্ন

মুফতী সাহেব। আমার প্রশ্ন হল, অনেক ভাই বলে থাকেন, ঈদ ও জুমআর নামাযে ফরজ ছোটে গেলেও নামায নাকি আবার পড়ার প্রয়োজন নেই। আর এও বলে যে, ঈদ ও জুমআর নামাযে ভুল হলেও সাহু সেজদা দেয়া লাগে না।

এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানানোর অনুরোধ রইল।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনার প্রশ্ন হল দু’টি। যথা-

ঈদ ও জুমআয় ফরজ ছুটে গেলে নামায হয়ে যায়।

ঈদ ও জুমআর নামাযে নামাযে সাহু সেজদা ওয়াজিব হলেও দিতে হয় না।

 

উপরোক্ত দু’টি দাবিই ভুল। প্রথমটি একদমই ভুল। আর দ্বিতীয়টি আংশিক ভুল আংশিক সঠিক।

যে কোন নামাযেই ফরজ ছুটে গেলে সেই নামায পুনরায় পড়া আবশ্যক। নতুবা নামায আদায় হয়েছে বলে সাব্যস্ত হবে না। চাই সেই নামায সুন্নত হোক, বা নফল হোক, বা পাচ ওয়াক্ত নামায হোক বা ঈদ বা জুমআর নামায হোক। সকল নামাযেই ফরজ ছুটে গেলে নামায হয় না।

আর ঈদ ও জুমআর নামাযে যদি মুসল্লি এত বেশি হয় যে, সাহু সেজদা দিলে ইমামকে সরাসরি না দেখের কারণে পিছনের মুসল্লিদের নামায নষ্ট হবার সম্ভাবনা থাকে, তাহলেই কেবল সাহু সেজদা দেয়া মাফ হয়ে থাকে। যদি এত বড় জামাত না হয়, তাহলে সাহু সেজদা দেয়া জরুরী।

সুতরাং ঈদ ও জুমআর নামাযে সাহু সেজদা লাগে না, একথা আমভাবে বলা ঠিক নয়।

السهو فى العيدين والجمعة والمكتوبة والتطوع واجب الا ان مشايخنا قالوا لا يسجد للسهو فى العيدين والجمعة لئلا يقع الناس فى الفتنة، (الفتاوى الهندية، كتاب الصلاة، الباب الثانى عشر فى سجود السهو-1/128)

ولا ياتى الإمام بسجود السهو فى الجمعة والعيدين دفعا للفتنة بكثرة الجماعة، (حاشية الطحطاوى مع مراقى الفلاح-465-466)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …