প্রশ্ন
আসসলামু আলাইকুম।
শ্রদ্ধেয় মুফতী সাহেব!
দরূদে মাহী, দরূদে লাখী, দুআয়ে গঞ্জুল আরশ, দুআয়ে জামিলা, দুআয়ে উকাশা, আহাদনামা, দরূদে তাজ, দুআয়ে মুসতাজাব ইত্যাদি দরূদের হুকুম কি? এসব পড়ার হুকুম কি? দয়া করে জানালে কৃতজ্ঞ হতাম।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত দুআ ও দরূদের কোন অস্তিত্ব কুরআন ও হাদীসের কোথাও নেই। বাকি কিছু শব্দ কুরআন ও হাদীসে রয়েছে। আর কিছু বিষয় যার অর্থ সঠিক। কিন্তু কিছু কিছু কথা রয়েছে যা ইসলামী শরীয়তের মূলনীতি পরিপন্থী।
তাই এসব পড়া উচিত হবে না। হাদীসে বর্ণিত দুআ ও দরূদ পড়াই নিরাপদ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।