প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / বিধর্মী রাষ্ট্রে বসবাসের হুকুম কি?

বিধর্মী রাষ্ট্রে বসবাসের হুকুম কি?

প্রশ্ন

আস সালামু আলাইকুম,

কুরআন-হাদীসের যেসব জায়গায় কাফির এবং মুশরিক শব্দ ব্যবহার করা হয়েছে, সেসব জায়গার হুকুমে কি ইয়াহুদি-খ্রিস্টানরা অন্তর্ভুক্ত? নাকি আহলে কিতাব হিসাবে তাদের আলাদাভাবে বিবেচনা করতে হবে? অথবা ক্ষেত্রবিশেষে দুইটাই হতে পারে? যেমন হাদীসে মুশরিকদের সাথে বসবাস করতে নিষেধ করা হয়েছে দেখিয়ে এক ভাই বললেন ইউরোপ-আমেরিকায় থাকা যাবে না।

ওয়াস সালাম

মুহাম্মাদ গুলশানুর রহমান

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

বর্তমান ইহুদী খৃষ্টান ও পৌত্তলিকদের মাঝে মৌলিক পার্থক্য খুঁজে পাওয়া দুস্কর। তাই এদের সবার একই হুকুম।

কাফের হল যে দ্বীনে শরীয়তের কোন আবশ্যকীয় বিষয়কে অস্বিকার করে। আর মুশরিক হল যিনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে।

এ হিসেবে ইহুদী ও খৃষ্টানরা কাফের। কারণ তারা রাসূল সাঃ কে শেষ নবী মানে না। সেই সাথে ঈসা আঃ কে আল্লাহর সন্তান এবং স্রষ্টা বিশ্বাস করে খৃষ্টানরা পৃথিবীর সবচে’ জঘন্য মুশরিক সাব্যস্ত হয়।

তাই তারা কাফের এবং মুশরিক।

এখন প্রশ্ন হল তাদের প্রতিবেশি হয়ে বসবাস করার হুকুম কি? বা এসব কাফেরদের রাষ্ট্রে বসবাস করার হুকুম কি?

যদি তাদের সাথে বসবাসের দরূন মুসলমানদের দ্বীনী ক্ষতি হয় তথা তাদের আমল ও আকিদায় খারাবী আসার সম্ভাবনা থাকে, তাহলে তাদের প্রতিবেশি হয়ে বা তাদের রাষ্ট্রে বসবাস করা জায়েজ নয়।

কিন্তু যদি দ্বীনী কোন সমস্যা তথা ঈমান ও আমলে, আকিদায় কোন খারাবী না আসার দৃঢ়তা থাকে, তাহলে কুফরী রাষ্ট্রে বসবাস করতে বা তাদের প্রতিবেশি হয়ে থাকাতে কোন সমম্যা নেই।

{ফিক্বহী মাক্বালাত-১/২৩২}

কিন্তু যদি তাদের সাথে মিশে নিজের ঈমান ও আমলের ক্ষতির সম্ভাবনা থাকে, বা মুসলিম রাষ্ট্রে বসবাসের থেকে বিধর্মী রাষ্ট্রে বসবাসকে উত্তম ও গর্বের বিষয় মনে করে তাহলে কুফরী রাষ্ট্রে বসবাস করা জায়েজ নয়।

قال رسول الله صلى الله  عليه وسلم: من جامع المشرك وسكن معه فانها مثله، (سنن ابو داود، كتاب الجهاد، باب فى الاقامة بارض المشرك-2/385)

من تشبه بقوم فهو منهم (مشكاة المصابيح، كتاب اللباس، الفصل الثانى-2/375

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *